বাঘারপাড়ায় সংখ্যালঘু পরিবারের কাছে মোটা অংকের চাঁদা দাবী করলো বিএনপির ৩ নেতা। দলের নিয়ম নিতি ভঙ্গনের কারনে দলের সকল কর্মকান্ড থেকে তিন দিনের জন্য অব্যাহতি, ও সুমচিত জবাবের নোটিশ ।
ক্তভোগী দোহাকুলা ইউনিয়নের বরহমপুর প্রামের অনিল বিশ্বাস জানান আমার বাড়ীতে এসে হামজারা পাঁচ লাখ টাকা চাঁদা দাবী করে গত ১৭/১০/২৪ইং রাত ১১ টার দিকে। অভিযুক্ত আমির হামজা,
বাঘারপাড়া উপজেলার ৬ নং দোহাকুলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। একই ইউনিয়নের সিনিয়ার সহ সভাপতি দেলবার মোল্লার ছেলে আব্দুল হালিম, ও বহরামপুর ওয়ার্ড বিএনপির সভাপতি আলী আহম্মাদ,
তারা আমার বাড়ীতে এসে পাঁচ লাখা টাকা চাঁদা দাবী করে। আমাকে বিভিন্ন ভাবে ভয় ভিতি দেখায়, বিষয়টি পরেরদিন ১২ তারিখে জানাজানি হয়ে যায়। চাদা দাবির বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়ে,
এসময় দলের সিনিয়ার নেতৃবৃন্দ সাংগঠনিক ভবে দ্রুত ব্যবস্থা নেন, এবং অভিযুক্তদের তিন দিনের মধ্যে সঠিক জবাব দেওয়ার জন্য দলীয় নোঠিশ করেন,তাতে উল্লেখ করা হয় তিন দিনের মধ্যে ঘটে যাওয়া ঘটনার সঠিক জবাব দিতে ,
কিন্তু অভিযুক্তরা ১২/১৩ দিন পার হলেও কোন উত্তর না দেওয়ায় স্থানীয় বিএনপির সাধারণ নেতা কর্মীরা ক্ষুদ্য হয়েছে ।,
Leave a Reply