বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থান মহান জুলাই ২৪ এর শহীদদের স্মরণে উৎসর্গ বাউবির ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস- ২০২৪ উপলক্ষে দেয়ালিকা “আলোকবর্তিকা” প্রকাশনার শুভ উদ্বোধনী অনুষ্ঠান উদযাপিত হয়।
বুধবার সকালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যশোরের আঞ্চলিক অফিস মিলনায়তনে এ অনুষ্ঠান উদযাপিত হয়। বাউবির যশোর আঞ্চলিক পরিচালক শেখ সোহেল আহমেদের সভাপতিত্বে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সরকারি এম এম কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দোকার এহসানুল কবির এবং উপাধ্যক্ষ প্রফেসর আবু বক্কার সিদ্দিকী।
প্রধান অতিথি অধ্যক্ষ খন্দোকার এহসানুল কবির বলেন-বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হল গরিবের পড়াশোনার স্থান। এখানে অসচ্ছল এবং চাকুরিজীবীরা উচ্চতর ডিগ্রী গ্রহণ করে তাদের জীবন জীবিকা উন্নততর পর্যায়ে নিয়ে যেতে পারেন।
এ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কোন বয়স লাগে না। যেকোনো বয়সের নর-নারী এখানে পড়াশোনা করেন। এজন্যই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
বিশেষ অতিথি উপাধ্যক্ষ আবু বক্কার সিদ্দিকী বলেন- এ বিশ্ববিদ্যালয় সৃষ্টির পর থেকেই দেশের সকল বয়সের মানুষদের মাঝে পড়ার আগ্রহ সৃষ্টি হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন ঝিকরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইলিয়াস উদ্দীনসহ ৬ উপ- আঞ্চলিক কেন্দ্রের প্রধান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়কারীগণ।
Leave a Reply