চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার নরশিয়া-জামবাড়িয়া সড়কে ডাকাতির অভিযোগে গণপিটুনিতে দুই ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বুধবার (৩০ অক্টোবর) রাত ৯ টার দিকে ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া-নরশিয়া খাপানের বিল এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের নাম ইয়াকুব আলী ও আলমগীর হোসেন পিতার নাম হাবিবুর রহমান। তাদের বাড়ি ভোলাহাট উপজেলার জামবাড়িয়া-দুর্গাপুর গ্রামে। গণপিটুনির বিষয় নিশ্চিত করেন ভোলাহাট থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাহিনুর আলম।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত প্রায় ৯ টার দিকে নরশিয়ার দিক থেকে একটি অটোরিকশা যোগে কয়েকজন ব্যক্তি জামবাড়ীয়া-বড়গাছী বাজার আসছিল। এমন সময় ছোট-জামবাড়ীয়া খাপানের বিল এলাকায় একদল ডাকাত অটোরিকশার গতিরোধ করে।
তাৎক্ষণিকভাবে অটোরিকশার যাত্রীরা চিৎকার শুরু করলে উভয় দিক থেকে স্থানীয় জনতা চলে এলে ইয়াকুব আলী ও আলমগীর হোসেনকে ঘিরে ফেলে এবং গনপিটুনি দিতে থাকে।
এক পর্যায়ে স্থানীয় জনতার গণপিটুনিতে নিহত হন ওই দুজন। স্থানীয় লোকজন ছুটে এলে ডাকাত দলের অন্যরা পালিয়ে যায়। আটক ব্যক্তি দু’জন ঘটনাস্থলে গণপিটুনিতে নিহত হন।
ভোলাহাট থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিনুর আলম জানান, ভোলাহাটের নরশিয়া-জামবাড়ীয়া এলাকায় ডাকাতি করার সময় ইয়াকুব ও আলমগীর নামের দুই ব্যক্তি গণপিটুনিতে মারা গেছে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply