কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদপ্তরের বাস্তবায়নে ২ হাজার ৮ শত ৮০ জন ক্ষুদ্র্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের চত্বরে ৩১ অক্টোবর সকালে প্রোণোদনা কর্মসূচি ২০২৪-২৫ অর্থ বছরে রবি/২০২৪-২৫ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, মসুর,
খেসারি শীতকালীন পেঁয়াজ ও আড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ওই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার মোছাঃ মাহমুদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, কোষাধ্যক্ষ সামছুর রহমান, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মাসুম বিল্লাহ,
সদস্য আব্দুল মোমিন প্রমুখ। এসময় ২ হাজার ৬ শত জন কৃষকের মাঝে সরিষার বীজ ও সার, ১১০ জোন কৃষকের মাঝে গম বীজ ও সার, ৩০ জন কৃষকের মাঝে ভুট্টার বীজ ও সার,
৮০ জন কৃষকের মাঝে মসুর ডাল বীজ ও সার , ২০ জন কৃষকের মাঝে শীতকালীন পেয়াজের বীজ ও সার, ২০ জন কৃষকের মাঝে আড়হড় বীজ ও সার এবং ২০ জন কৃষকের মাঝে খেসারি ডালের বীজ ও সার বিতরণ করা হয়।
বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা অনাথ বন্ধু দাস।
Leave a Reply