যশোর জেলা বিএনপির অফিস ভাঙচুর ঘটনার মামলায় আরও দুই আসামিকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। তারা হলেন,শহরের নীলগঞ্জ সাহাপাড়ার নেপাল অধিকারীর ছেলে সুমন অধিকারী ও খোলাডাঙ্গা সরদার পাড়ার মৃত ফটিক সরদারের ছেলে মাসুদ রানা।
আটকের পর বৃহস্পতিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকেলে যশোর বিএনপির কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্ত। এসময় অফিসের বিভিন্ন মালামাল লুটপাট ও ভাঙচুর করা হয়। এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর আওয়ামী লীগের
৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন জেলা বিএনপির আইন বিষয়ক সাবেক সহসম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের নেতা শংকরপুর এলাকার অ্যাডভোকেট এমএ গফুর।
Leave a Reply