যশোর শহরের খালধার রোড এলাকা থেকে দিনে দুপুরে একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে চোরেরা। বুধবার বিকেলে এঘটনা। এব্যাপারে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সুজন হোসেন নামে এক ব্যক্তি।
সুজন অভিযোগে উল্লেখ করেছেন,তিনি খালধার রোড পন্ডিত পুকুর পাড়ের রেজাউল করীমের বাড়িতে ভাড়া থাকেন। বুধবার বিকেলে বাড়ির সামনে তার ব্যবহৃত লালকালো ১৫০ সিসি ডাবল ডিক্সের পালসার মোটরসাইকেলটি
( যার রেজিস্ট্রেশন নাম্বার-যশোর ল-১৪ -০০২৯) রেখে ঘরের ভেতরে যান। সন্ধায় বাইরে বের হয়ে দেখেন তার মোটরসাইকেলটি নেই। পরে সিসি ফুটেজে দেখতে পান একজন ব্যক্তি এসে কৌশলে তার মোটরসাইকেলটির তালা খুলে নিয়ে চলে যায়।
বিভিন্ন স্থানে খোজাখুজি করে না পেয়ে থানায় অভিযোগ করেন। এ বিষয়ে তিনি ডিবি পুলিশের এলআইসি টিমের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply