শুক্রবার সকালে জাতীয় যুব দিবস উপলক্ষে জাগ্রত যশোর যুব মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা দিবসটি পালন করেছেন।যুব দিবসের প্রতিপাদিত্য ” দক্ষ যুব গড়বে দেশ,
বৈষম্যহীন বাংলাদেশ “এই ধারাবাহিকতায় ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্বরনে স্মৃতিধারন এবং আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাগ্রত
যশোর যুব মহিলা ও শিশু উন্নয়ন সংস্থাটি বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেন।যশোরের বেনাপোল সড়কে রাস্তার পাশে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের সভাপতি সৈয়দা ফারজানা ইয়াসমিন বৃষ্টি।
সংগঠনটি পর্যায়ক্রমে যশোর জেলার বিভিন্ন স্থানে ১ হাজার গাছ লাগাবেন বলে জানান। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন সদস্যগন।
সৈয়দা ফারজানা ইয়াসমিন বৃষ্টি বলেন,, আমরা ভাস্কর্য না বানিয়ে ২০২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে বৃক্ষরোপণ ও জনসেবামূলক কাজ করে যাচ্ছি। আমাদের কাজের মাধ্যমে সব সময় শহীদদের স্মরণ করে রাখতে চায় এবং শহীদদের স্মরণে যশোরকে সবুজায়ন করতে চায়।
Leave a Reply