শনিবার যশোরের বাঘারপাড়ায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২নভেম্বর শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংক্রান্ত অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ।আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইউসুফ মিয়া।
উপজেলা সমবায় কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মৎস্য কর্মকর্তা তহুরা হক, তথ্য প্রযুক্তি কর্মকর্তা অজয় কুমার পাল, একাডেমিক সুপার ভাইজার ওয়াহিদুজ্জামান বিশ্বাস,
বিআর ডিবির সভাপতি মুন্সি মোহাম্মদ বাহার উদ্দীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, সমবায় সমিতির সভাপতি লিপন হুসাইন প্রমুখ।
Leave a Reply