দেশের বিভিন্ন জেলায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর, মন্দিরের জায়গা দখল, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদ জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জে শনিবার (২ নভেম্বর) বিকেলে গণসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এসব কর্মসূচি থেকে সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করাসহ আট দফা দাবি জানানো হয়। অন্য দাবিগুলো হলো—সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন, সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সব প্রকার হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা,
দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি আইন প্রত্যর্পণ আইনের বাস্তবায়ন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ করা; সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন এবং শারদীয় দুর্গাপূজায় ৫ দিনের ছুটি।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও সংখ্যালঘু সংগঠন সমূহের ঐক্যমোর্চা চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে হুজরাপুর থেকে বিশাল মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নবাবগঞ্জ সরকারি কলেজের গেটে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তৃতা করেন, চাঁপাইনবাবগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জী, বাংলাদেশ বৌদ্ধ হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি অর্জুন চৌধুরী,
উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রী শ্যাম কিশোর দাস গোস্বামী, জেলা ও উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সনাতন ধর্মাবলম্বীদের স্থানীয় নেতৃবৃন্দ।
Leave a Reply