চাটখিল ভূমি অফিস সেবা গ্রহীতাদের নেতিবাচক ধারণা পাল্টে দিয়েছেন সহকারী কমিশনার আকিব ওসমান, উপজেলার আয়তন ১৭০.৪২ কিলোমিটার এই উপজেলায় রয়েছে ৯-টি ইউনিয়ন, এবং ভূমি অফিস ৭-টি, ১ টি পৌরসভা, ১ টি থানা,১ টি পুলিশ ফাঁড়ি, ও ১১৬ টি মৌজা। চাটখিল ভূমি অফিসটি দিনের পর দিন দালালের দৌরাত্ম্য, হয়রানি ও বাড়তি টাকা আদায় ভূমি অফিস নিয়ে সেবা গ্রহীতাদের ধারণা পাল্টে দিয়েছেন তিনি,
যোগদানের ১ বছরে সহস্র নামজারি ও শতাধিক মিসকেস নিষ্পত্তি করে চমক সৃষ্টি করেছেন চাটখিল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান। যেখানে নিজের জমি খারিজ করতে সময় লাগতো ছয় মাস থেকে এক বছর। সেই খারিজ সম্পূর্ণ করতে এখন সময় লাগে নির্ধারিত সময়ের চেয়ে আরো কম সময়ে ।
চাটখিল উপজেলা ভূমি কার্যালয়ের চিরচেনা জটিলতা দূর করে দিয়েছেন এই কর্মকর্তা। এমনকি এই কার্যালয়কে জেলার মধ্যে সবচেয়ে ডিজিটাল ও আধুনিক করে গড়ে তুলে ভূমি সেবা দিচ্ছেন তিনি । সম্প্রতি সরেজমিনে চাটখিল উপজেলা ভূমি কার্যালয়ে গিয়ে দেখা যায়, পুরো কার্যালয় পরিপাটি করে সাজানো। ভবনের বাইরে রয়েছে সুন্দর পরিবেশ।
গেইটে প্রবেশ এর পাশেই সাজানো সিটিজেন চার্টার। এতে জমির নামজারি করতে খরচ, খতিয়ান তোলার খরচ, খাসজমি বন্দোবস্ত নিতে করণীয়, কোন বিষয়ে কার সঙ্গে কীভাবে যোগাযোগ করতে হবে। এসব তথ্য লেখা রয়েছে।
সেবা গ্রহীতাদের জন্য রিফ্রেশ কক্ষ একটি ব্রেস্টফিডিং কর্নার রয়েছে।একটু সামনেই চাটখিল সরকারি হাসপাতাল, পেছনে চাটখিল উপজেলা পরিষদ, চাটখিল ভূমি অফিসটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত।
এই অফিস ক্যাম্পাসের ভেতরেই রয়েছে ভূমি সেবা কেন্দ্র,এখানে সেবা গ্রহীতাদের বসার জন্য রয়েছে সুন্দর ব্যবস্থা, গত বছরের (২০২৩) ৬ নভেম্বর চাটখিল উপজেলা প্রশাসনের সহকারী কমিশনারের দায়িত্ব নেন আকিব ওসমান। বিসিএস ৩৭ তম ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তার বাড়ি চট্টগ্রামের মহেশখালীতে,
সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান বলেন যার কাজ তাকেই সরাসরি আমার অফিসে আসতে উৎসাহ দিচ্ছি। অন্য কারো হাত দিয়ে আসা মানেই সেখানে দালাল ঢুকে পড়া। ফলে এখন সেবা গ্রহীতারা সরাসরি আমার অফিসে আসতে পারছেন।
এ বিষয়ে জানতে চাইলে সরকারের বিভিন্ন উচ্চপদস্থ চাটখিল সহকারী কর্মকর্তা ও স্থানীয়রা বলেন, সম্পূর্ণ নিজ উদ্যোগে এই অফিসকে বদলে দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান।
Leave a Reply