রংপুর নগরীতে স্বয়ংক্রিয় ট্রাফিক কন্ট্রোল সিস্টেমের প্রয়োজনীয় উপকরণ স্থাপন করা হলেও, সেগুলি এখনো কার্যকর হয়নি। ২০২১ সালের জুন মাসে শুরু হওয়া এই প্রকল্পের কাজ প্রায় ৩২ লাখ টাকা ব্যয়ে শেষ হলেও, সঠিকভাবে সিস্টেম চালু করতে নতুন করে ব্যয় করতে হয়েছে আরো ৫ লাখ টাকা।
নগর ভবনের প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, নগরীর তিনটি গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে পরীক্ষামূলকভাবে এই সিস্টেম চালু করতে কাজ শুরু হয়। জাহাজ কোম্পানি, বাংলাদেশ ব্যাংক মোড় এবং লালকুঠি মোড়ে স্থাপন করা হয় স্বয়ংক্রিয় ট্রাফিক কন্ট্রোল সিস্টেম।
রংপুর নগর ভবনের প্রকৌশল বিভাগ ডিজিটাল ট্রাফিক লাইট ম্যানেজম্যান্ট প্রকল্পের আওতায় ৩১ লাখ ৯৩ হাজার ১১০ টাকা মূল্যের একটি প্রকল্প হাতে নেয়। প্রাথমিকভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে ঢাকার মেসার্স সাঈদ মঞ্জুরুল কবিরকে কার্যাদেশ দেওয়া হয়। কার্যাদেশ অনুযায়ী, ২০২১ সালের সেপ্টেম্বরে কাজ শেষ করার নির্দেশ ছিল, কিন্তু এখনো সেই ডিজিটাল সিস্টেম কার্যকর হয়নি।
নগর ভবনের একটি সূত্র জানিয়েছে, এই প্রকল্পের নকশা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের দ্বারা নির্ধারিত হয়েছিল। কিন্তু নির্মাণ প্রক্রিয়ার সময় ভুল নকশার কারণে প্রকল্পটি কার্যকর হয়নি। এর ফলে নগরবাসী আরও দুর্ভোগের শিকার হয়েছে।
নগর ভবনের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাফিক পুলিশের দেওয়া ফরমেটে দরপত্র আহ্বান করা হয়েছিল, তবে কাজ শেষ হওয়ার পর ত্রুটি ধরা পড়ায় উদ্বোধন করা সম্ভব হয়নি। এরপর নতুন করে ফরমেট দেওয়া হয়, যাতে ব্যয় বাড়তে থাকে।
সামাজিক মাধ্যমসহ স্থানীয় মানুষজনের অভিযোগ, স্বয়ংক্রিয় ট্রাফিক কন্ট্রোল সিস্টেমের উপকরণ বিদ্যমান হলেও কার্যক্রমের অভাবে যানজট বাড়ছে। নগরীর ট্রাফিক পুলিশ সদস্যরা এখনো রাস্তায় লাঠি ও বাঁশি নিয়ে যানজট নিরসনে কাজ করছেন, যা শহরের জন্য সমস্যা তৈরি করছে।
রংপুর সিটি করপোরেশনের সদ্য বিদায়ী প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু জানান, কাজটি মেট্রোপলিটন পুলিশের পরামর্শ অনুযায়ী সম্পন্ন হয়েছে, কিন্তু পরে জানানো হয় যে এটি একপাশে সম্পন্ন হয়েছে।
নগরীর হাজাজ কোম্পানি মোড়ে দায়িত্বর ট্রাফিক পুলিশ সদস্যরা জানান, তারা ডিজিটাল সিগন্যালের অস্তিত্ব দেখেছেন কিন্তু তা এখনো চালু হয়নি।
রংপুর সিটি করপোরেশনের আইটি শাখার ইনচার্জ বেলাল হোসেন জানান, সিস্টেমের কিছু ভুল ছিল, যা সংশোধন করা হয়েছে এবং ভবিষ্যতে সেগুলো পুনরায় স্থাপন করা হবে।
এই অব্যবস্থাপনা রংপুর নগরীর ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে, যেখানে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
Leave a Reply