যশোরের শাশার মহিদুল ইসলাম তার সন্ত্রাসীবাহিনী নিয়ে মরুিজ্জামান মনির বাড়িতে হামলা চালিয়ে একটি গরুসহ মনিকে অপহরণ করে। এসময় সন্ত্রাসীরা জোর পূর্বক মারধর করে একশত টাকার মূল্যের তিনটি স্টাম্পে ৮লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করতে হবে বলে অঙ্গীকার নামায় স্বাক্ষর করে নিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগী মনিরুজ্জামান মনি পহেলা নভেম্বর শার্শা থানায় মামলা দায়ের করেছেন।
মামলায় তিনি উল্লেখ করেন,শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল গ্রামের মৃত নুর মোহাম্মাদের ছেলে এলাকায় চিহ্নিত সন্ত্রাসী মহিদুল ইসলাম একই উপজেলার বাগআঁচড়া বাগুড়ী গ্রামের ইসমাইল হোসেন ছেলে মনিরুজ্জামান মনির বাড়িতে চলতি বছরের ১৮ এপ্রিল দুপুর ১২টার দিকে মহিদুল ইসলামসহ তার সন্ত্রাসীদের নিয়ে বাড়িতে হামলা চালায়।
এসময় সন্ত্রাসীরা বাড়িতে থাকা একটি গরু নিয়ে যসওয়ার সময় মনিরকে অপহরণ করে নিয়ে যায়। গরুর মুল্য দুই লক্ষ ত্রিশ হাজার টাকা। অপহরণের পর তারা মনিরকে একটি ঘরে আটকে রেখে মারপিট করে জোরপূর্বক অস্ত্রের মুখে একশত টাকার মূল্যের তিনটি স্টাম্পে বকেয়া ৮লাখ ,৫০ হাজার টাকা পরিশোধ করতে হবে এই বলে অঙ্গীকার নামায় স্বাক্ষর করিয়ে নেয়।
পরে বিভিন্ন সময় ওই টাকার জন্য চাপ সৃষ্টি করতে থাকে মহিদুল ইসলাম স্থানীয় আওয়ামীলীগের প্রভাবশালী হওয়ায় কোথাও অভিযোগ করতে পারিনি সে সময়। মামলা করলে পরিবারসহ জীবনের হুমকি প্রদান করে। এমনকি গ্রাম ছাড়া করবে হলে হুমকি প্রদান।
যে কারণে সে সময়ের মামলা করতে গিয়েও করতে পারেননি। এছাড়া মনিরের অভিভাবক(শ্বশুর) জহুরুল ইসলাম কলারোয়ার শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মিথ্যা মামলায় কারাগারে ছিলেন। গত ৫আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অভিভাবক জহুরুল ইসলাম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শক্রমে উক্ত বিষয়ের সঠিক তদন্তের মাধ্যমে সুবিচার আর আশায় মামলা দায়ের করেন।
Leave a Reply