গত সোমবার রাতে যশোর শহরের মোল্লাপাড়া বাঁশতলা এলাকায় ইব্রাহিম হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে বোমা হামলা করা হয়েছে। বারান্দী মোল্লাপাড়া ফুলতলা এলাকার লিয়াকতের ছেলে গোলাম রসুলসহ অজ্ঞাত ৩/৪জন সন্ত্রাসী ওই হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
ইব্রাহিম হোসেন অভিযোগ করেছেন,মাস খানেক আগে ওই এলাকার হাফিজুর রহমান নামে এক ব্যক্তি বাড়ি থেকে প্রায় অর্থশত কবুতর চুরি হয়। এই ঘটনায় গোলাম রসুলের নামে যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিলে সদর পুলিশ ফাঁড়ির এটিএসআই জসিম চোরাই কবুতর সহ চোর গোলাম রসুল কে আটক করে।
পুলিশ গোলাম রসূল কে অন্য একটি চুরির মামলায় আদালতে চালান দিলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়ে দেয়। অল্প কিছুদিন আগে চোর গোলাম রসুল আদালত থেকে জামিনে বের হয়ে এসে তাকে পুলিশে ধরিয়ে দেয়ার সন্দেহ করে এবং সোমবার রাতে ইব্রাহিম হোসেনের বাড়ির টিনে চালে একটি বোমার নিক্ষেপ করে।
বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। বাড়ির লোকজন ও আশেপাশের লোকজন ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। পরে পুলিশকে সংবাদ দিলে সদর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান সেখানে গিয়ে ঘটনাস্থল পরিদর্শক করেন। পরে তিনি ইব্রাহিম হোসেনকে ও তার পরিবারকে থানায় একটি লিখিত অভিযোগ দেয়ার পরামর্শ দেন। এ বিষয়ে ইব্রাহিম হোসেন হাফিজুর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা যশোর থানায় একটি অভিযোগ দিয়েছেন।
যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল বিষয়টি আমলে নিয়ে সন্ত্রাসী গোলাম রসুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।সন্ত্রাসী গোলাম রসুলের বিরুদ্ধে মাদক চুরি ছিনতাইসহ ৪/৫ মামলা রয়েছে।সে এলাকায় নানা অপরাধের সাথে জড়িত। এলাকাবাসীরা অভিযোগ করে জানায়, গোলাম রসুল তার দলবল নিয়ে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এর আগে পুলিশ কয়েক দফা মাদকসহ তাকে আটক করে।
Leave a Reply