২০১৮ সালে কেপটাউনে স্যান্ডপেপার কেলেঙ্কারিতে নেতৃত্বের ভূমিকার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে আজীবন অধিনায়কত্বের নিষেধাজ্ঞা পেয়েছিলেন ডেভিড ওয়ার্নার। তবে গত মাসে স্বতন্ত্র প্যানেলের নির্দেশে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এরপরই ওয়ার্নারকে অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছে সিডনি থান্ডার।
আসন্ন বিগ ব্যাশ লিগ (বিবিএল) ২০২৩-২৪ মৌসুমে সিডনি থান্ডারের অধিনায়কত্ব করবেন তিনি। ইতোমধ্যে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন ওয়ার্নার।
গত দুই মৌসুমে সিডনি থান্ডারের হয়ে অনিয়মিতভাবে খেললেও এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার কারণে ওয়ার্নার পুরো মৌসুমেই দলের সঙ্গে থাকবেন। সিডনির সাবেক অধিনায়ক ক্রিস গ্রিন এবারও দলে থাকবেন, তবে এবার অলরাউন্ডার হিসেবেই খেলবেন।
অধিনায়কত্ব ফিরে পেয়ে উচ্ছ্বসিত ওয়ার্নার বলেছেন, এই মৌসুমে পুনরায় সিডনিকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি আনন্দিত। দলের সঙ্গে আমি শুরু থেকেই আছি এবং এবার ক্যাপ্টেন হয়ে ফিরছি। আমার নামের পাশে ‘সি’ থাকলে ভালো লাগে।
উল্লেখ্য, আগামী ১৫ ডিসেম্বর মাঠে গড়াবে বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৪তম আসর। ২৭ জানুয়ারি শিরোপা লড়াইয়ের ম্যাচ দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টটি।
সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি
Leave a Reply