দিনাজপুরের বীরগঞ্জে স্বামী-স্ত্রীর দাম্পত্য কলহের জেরে শ্বশুর ও জামাইয়ের মধ্যে সংঘর্ষে জামাই সর্ধেন শীল (৪৫) নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় শ্বশুর বিজয় শীল (৭৫) বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (৬ নভেম্বর) ভোর ৩টা ৩০ মিনিটে বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের নাপিতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিহত জামাই সর্ধেন শীল ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের দেউধা গ্রামের কর্ম শীলের ছেলে। পারিবারিক কলহের কারণে সর্ধেন শীল তার স্ত্রী বাসন্তি রানী শীলকে ২৫ দিন আগে নির্যাতন করলে, স্ত্রী শ্বশুরবাড়িতে চলে আসেন।
মঙ্গলবার রাতে সর্ধেন শীল তার শ্বশুরবাড়িতে গিয়ে শ্বশুর বিজয় শীলকে কুপিয়ে গুরুতর আহত করেন। তাকে দিনাজপুর মেডিকেল কলেজে ভর্তি করা হলেও, পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়।
এদিকে, জামাই সর্ধেন শীলের হাতে থাকা বটি ও হাসুয়া কেড়ে নিতে গিয়ে স্থানীয়রা তাকে আটক করেন। ধস্তাধস্তির এক পর্যায়ে গুরুতর আহত সর্ধেন শীল মারা যান।
বীরগঞ্জ থানার এসআই নিহার জানান, জামাই সর্ধেন শীলকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের ছেলে গুরুদেব শীল জানান, তার মা ও বাবা একে অপরের সঙ্গে বিরোধে জড়ানোয়, তিনি এবং তার মা নানা বাড়িতে ছিলেন।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর বলেন, ঘটনার পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply