লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ইতিহাস সৃষ্টি করে প্রথমবারের মতো উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন একজন নারী, সিফাত আনোয়ার টুম্পা। এর আগে তিনি বরগুনার তালতলী উপজেলায় ইউএনও হিসেবে কর্মরত ছিলেন এবং সেখানেও দক্ষতার প্রমাণ রেখেছেন।
গতকাল দুপুরে কালীগঞ্জ উপজেলা পরিষদের মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তাকে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলার গণমাধ্যমকর্মীদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। এ সময় উপস্থিত সাংবাদিকরা নবাগত ইউএনওকে শুভেচ্ছা জানান এবং উপজেলার উন্নয়ন ও সমস্যা সম্পর্কে তাকে অবহিত করেন। তাঁরা বিভিন্ন দপ্তরের সহায়তায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরেন।
রোববার জেলা প্রশাসক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন সিফাত আনোয়ার টুম্পা। দায়িত্ব গ্রহণের সময় জেলা প্রশাসক এইচ এম রাকিব হায়দার তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ প্রসঙ্গে ইউএনও টুম্পা ঢাকা পোস্টকে জানান, “প্রথম নারী ইউএনও হিসেবে যোগদান করতে পেরে আমি আনন্দিত। তবে নারী বা পুরুষ হিসেবে আলাদা করে দেখার সুযোগ নেই। আমি সবার সহযোগিতায় আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে চাই।”
উল্লেখ্য, পটুয়াখালী জেলায় জন্ম নেওয়া সিফাত আনোয়ার টুম্পা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ৩৪তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে তিনি সরকারি চাকরিতে যোগ দেন। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালকসহ বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
Leave a Reply