চাঁপাইনবাবগঞ্জে জমি সংক্রান্ত জেরে অসহায় একজনকে পিটিয়ে গুরুতর আহত করে, আবার তার বিরুদ্ধেই উল্টো আদালতে মামলা দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সাদিকুল ইসলামকে তার বসত ভিটাকে কেন্দ্র করে, প্রতিপক্ষ মালেকের লাঠিয়াল বাহিনী বকুলতলা থেকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে গিয়ে বেধড়ক লাঠিপেটা করে। পরে সাদিকুল ইসলামের শারীরিক অবস্থা বেগতিক দেখে তার বাড়ির পাশে ফেলে পালিয়ে যায় মালেকের নেতৃত্বে দূর্বৃত্তরা।
পরে স্থানীয়রা তার বাড়িতে খবর দিলে পরিবারের সদস্যরা উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। এই বিষয়ে গোবরাতলা ইউনিয়নের নাধাই-কৃষ্ণপুর গ্রামের মৃত চান মোহাম্মদের ছেলে সাদিকুল ইসলাম বাদি হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
উক্ত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর সকাল ১০ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরতলা ইউনিয়নের বকুল তলা মোড়ে জাকারুলের দোকানে চা খাওয়ার সময় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে মালেকের লাঠিয়াল বাহিনী মোঃ সাদিকুল ইসলামকে উদ্দেশ্যে করে অশ্লিল ভাষায় গালিগালাজ করতে থাকে।
সাদিকুল ইসলাম গালিগালাজ করতে নিষেধ করলে বিবাদীগন মারমুখি হয়ে পূর্ব পরিকল্পিত ভাবে একজোট হয়ে জোর পূর্বক তুলে নিয়ে গিয়ে কাঠের বাটাম ও বালু ভর্তি করা বেলচা দিয়ে এলোপাথারী ভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে ছিলাফেলা সহ রক্ত জমাট ও জখম করে অচেতন অবস্থায় রাস্তার ধারে বাড়ীর বাহিরে ফেলে পালিয়ে যায়।
সাদিকুল ইসলাম অভিযোগ করে বলেন, আমার উপর হামলা করেই ক্ষ্যান্ত হয়নি মালেক ও তার লাঠিয়াল বাহিনী। তারা আমার উপর মিথ্যা মামলা পর্যন্ত করেছে। শুধু তাই না প্রতিনিয়ত আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমি সব সময় নিরাপত্তাহীনতায় ভুগছি। পুলিশকে বললেও সেভাবে কোনো পদক্ষেপ নিচ্ছেনা বলে অভিযোগ করেন ভুক্তভোগী সাদিকুল ইসলাম।
Leave a Reply