মোস্তাকিম বদরগঞ্জ উপজেলার ট্যাক্সের হাট এলাকার বাসিন্দা খাদেমুল ইসলামের ছেলে। তিনি তার ছোট ভাই ও পরিবারের সঙ্গে রংপুরের ওই বাড়িতে বসবাস করতেন। জানা গেছে, কয়েক দিন আগে তার স্ত্রী রিমু আক্তার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। তাদের কোনো সন্তান নেই।
প্রতিবেশী হারুন অর রশিদ জানান, মোস্তাকিমের গ্রামের বাড়ি বদরগঞ্জে। রংপুরের এই বাড়িতে তিনি ও তার ছোট ভাই সোহান আলাদা ইউনিটে বসবাস করতেন। সোহানের স্ত্রীও ওই বাসাতেই থাকেন।
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সোহান বড় ভাইকে ভাত খাওয়ার জন্য ডাকতে গিয়ে সাড়া না পেয়ে রুমের দরজা ভেঙে ফেলেন। ভেতরে ঢুকে বিছানার কাছে মোস্তাকিমের নিথর দেহ পড়ে থাকতে দেখেন এবং তার পাশে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় ছিল।
মোস্তাকিমের শ্যালক রাশেদ খান ডালিম বলেন, ঘটনাটি জানার পরপরই পরিবারের সদস্যরা ছুটে আসেন। সোহান পুলিশে খবর দিলে রাত আড়াইটার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুর রশীদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
Leave a Reply