1. admin@somajerchitro.com : admin :
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৫:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায় সাবেক এসপি আনিসসহ ১৫জনের বিরুদ্ধে মামলা যশোরে ভুল চিকিৎসা দেয়ার অভিযোগে হোমিও চিকিৎসক মামুনের বিরুদ্ধে আদালতে মামলা যশোরে সাবেক প্রতিমন্ত্রী রফিকুল ইসলামের বাড়িতে চুরি ‘মা নেই, আব্বু জেলে, আমাদের ৪ ভাই-বোনকে দেখবে কে’ মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা, যা ছিল চিরকুটে যশোরে যুবক ছুরিকাঘাত ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা চুয়াডাঙ্গার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হলেন যশোরের রেকর্ড গড়া বিচারক শিমুল যশোর বোর্ডে এইচএসসিতে পুনর্নিরীক্ষণের আবেদন ৬৬ হাজার, পরিবর্তন ৭১ জনের ভাঙ্গায় বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কৃষকদল নেতা বাবুলের স্থগিতাদেশ প্রত্যাহার করায় আনন্দ মিছিল চাঁপাইনবাবগঞ্জের বিএনপি নেতা খাইরুল ইসলামকে গুলি করে হত্যার ৬ বছর পর মামলার আবেদন
যশোরে ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায় সাবেক এসপি আনিসসহ ১৫জনের বিরুদ্ধে মামলা যশোরে ভুল চিকিৎসা দেয়ার অভিযোগে হোমিও চিকিৎসক মামুনের বিরুদ্ধে আদালতে মামলা যশোরে সাবেক প্রতিমন্ত্রী রফিকুল ইসলামের বাড়িতে চুরি ‘মা নেই, আব্বু জেলে, আমাদের ৪ ভাই-বোনকে দেখবে কে’ মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা, যা ছিল চিরকুটে যশোরে যুবক ছুরিকাঘাত ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা চুয়াডাঙ্গার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হলেন যশোরের রেকর্ড গড়া বিচারক শিমুল যশোর বোর্ডে এইচএসসিতে পুনর্নিরীক্ষণের আবেদন ৬৬ হাজার, পরিবর্তন ৭১ জনের ভাঙ্গায় বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কৃষকদল নেতা বাবুলের স্থগিতাদেশ প্রত্যাহার করায় আনন্দ মিছিল চাঁপাইনবাবগঞ্জের বিএনপি নেতা খাইরুল ইসলামকে গুলি করে হত্যার ৬ বছর পর মামলার আবেদন

শার্শার বাগআচড়ায় জাহাঙ্গীর মেম্বারের বিরুদ্ধে ক্ষমতার দাপটের অভিযোগ

  • সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১১ বার পড়া হয়েছে

শার্শার বাগআচড়ায় জাহাঙ্গীর মেম্বারের বিরুদ্ধে ক্ষমতার দাপটের অভিযোগ

যশোর অফিস :

যশোরের শার্শা উপজেলার বাগআচড়া এলাকার জাহাঙ্গীর মেম্বারের বিরুদ্ধে নানান অভিযোগ উঠেছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে দখলবাজি, চাঁদাবাজি, চোরাকারবারি ও লুটপাট। ইতিমধ্যে জাহাঙ্গীর ও তার ক্যাডাররা শার্শা,নাভারণ, বাগআঁচড়া,সাতমাইল, জামতলা, উলসী,গোগা,পুটখালী,বেনাপোল, অগ্রভুলটসহ গোটা এলাকায় কায়েম করেছে ত্রাসের রাজত্ব।এসব সশস্ত্র ক্যাডারদের ভয়ে কারোর টুশব্দ করার উপায় নেই। জোর করে হাটবাজার, ঘাট, চোরাচালানী সিন্ডিকেট দখল,জমিজমা সেটেলমেন্ট করা,পারিবারিক বিরোধ মীমাংসার নামে শালিস দরবার করা, সাদা স্ট্যাম্পে জোর পূর্বক স্বাক্ষর করিয়ে নেওয়া, মিল কলকারখানা দখল থেকে শুরু করে গোটা এলাকায় এক অঘোষিত সম্রাট বনে গেছে জাহাঙ্গীর ও তার ক্যাডাররা।বেপরোয়া হয়ে উঠছে বলে স্থানীয় জনপ্রতিনিধি,রাজনীতিবিদ ও ভূক্তভোগী মহলের দাবি। বিষয়টি নিয়ে থানা পুলিশ হলেও নেই কোন প্রতিকার।

সীমান্তবর্তী জেলা যশোরকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে চোরাকারবারীরা। বিশেষ করে যশোরের শার্শা,ঝিকরগাছা,চৌগাছা ও বাগআঁচড়া সীমান্ত সোনার বার,হরেক রকমের মাদক,বিভিন্ন প্রকারের আগ্নেয়াস্ত্র,ভারতীয় পোষাক থেকে শুরু করে শত শত ভারতীয় পন্য চোরাচালানের নিরাপদ রুট ।সম্প্রতি এই রুট ব্যবহার করে পতিত স্বৈরাচারের বহু দোসর ভারতে পালিয়েছে। একাধিক নির্ভরশীল সূত্র দাবি করেছে যশোর সীমান্তে চোরাকারবারের সাথে জড়িত জাহাঙ্গীর সিন্ডিকেটের মাধ্যমে পুটখালীর ইছামতি নদী পার হয়ে ভারতে পালিয়ে গেছে মোস্ট ওয়ান্টেডের বেশ কয়েকজন ডাক সাইডের আওয়ামীলীগার। আর তাদেরকে সীমান্ত পার করে দিয়ে জাহাঙ্গীর সিন্ডিকেট আয় করেছে লাখ লাখ টাকা।

নাম প্রকাশ না করার শর্তে বাগআঁচড়ার একজন সাবেক ইউপি চেয়ারম্যান বলেন,এসব লিখে কি করবেন, জাহাঙ্গীর মেম্বর ও তার বাহিনীর ক্যাডাররা এখন ধরাছোঁয়ার বাইরে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নাকি তাদের পকেটে থাকে। তাদের কুকর্ম নিয়ে টুশব্দ করার সাহস কারোর নেই। যে সাহস দেখাচ্ছে তাকে ওরা “সাইজ “করে দিচ্ছে। বিগত ১৫ বছরে এই সিন্ডিকেট বাগআঁচড়া, জামতলা, উলসী, নাভারণ ও পুটখালী,কায়বা, গোগা সীমান্ত রুট ব্যবহার করে সোনা, মাদক ও অস্ত্রে চোরাচালানী করে কোটি কোটি টাকা আয় করেছে। জাহাঙ্গীর ও তার ক্যাডারদের অত্যাচারে অতিষ্ঠ ছিল এখনোও তারাই নির্যাতন,নিপীড়রেন শিকার হচ্ছে। চুন থেকে পান খসলেই জাহাঙ্গীর সিন্ডিকেটের ক্যাডাররা ধারন করছে অগ্নিমূর্তি।

একাধিক গোয়েন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সিন্ডিকেট প্রধান জাহাঙ্গীরের নামেই শার্শা, বেনাপোল পোর্ট থানা, ঝিকরগাছা থানা, যশোর সদর থানাসত বিভিন্ন থানায় এক ডজনেরও বেশি মামলা রয়েছে। বেশ কয়েকটি মামলা রয়েছে,ও তার বিরুদ্ধে রয়েছে গ্রেফতারী পরোয়ানা। সাত মাইল গরুর হাট, পুটখালী সীমান্ত ঘাট, নাভারণ বাজার মোড়, জামতলার বাজার, উলসী বাজার থেকে শুরু করে গোটা এলাকায় কায়েম করে দখল বাণিজ্য ও চাঁদাবাজি।

যার শিকার হয়েছেন বাগুড়ী গ্রামের মনিরুজ্জামান মণি,ইলিয়াছ কাজী, বাগআঁচড়ার আব্দু আজিজ,সুমন হোসেন,ফুলবাড়িয়া গ্রামের রাকিব হোসেন, ইদ্রিস আলী, সেলিম বক্স, পুটখালী গ্রামের লোকমান হোসেন, আব্দুল জব্বার, উলসী গ্রামের হেদায়েত আলী, জামতলা বাজারের নুর আলী তরফদার, হেমায়েতসহ আরো অনেকে। এ বিষয়ে যোগাযোগ করলে বাগআঁচড়া বাজারের একাধিক ব্যবসায়ী বলেন, জাহাঙ্গীর মেম্বর এলাকায় এক মূর্তিমান আতঙ্কের নাম। পুলিশ, বিজিবি থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর সবাই তার কাছে ধরা। বার বার অভিযোগ দিয়েও কোন কাজ হচ্ছে না। প্রায় এক ডজন মামলার আসামী হয়েও তার দাপটে এলাকাবাসী তটস্থ। তার খুঁটির জোর কোথায় তা আমাদের জানা নেই।

এসব অভিযোগে বিষয়ে কয়েক দফা মোবাইল ফোনে যোগাযোগ করেও জাহাঙ্গীর মেম্বারকে মোবাইল ফোনে সংযুক্ত করা সম্ভব হয়নি।এ বিষয়ে বাগআচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ শহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পুলিশ খতিয়ে দেখছে। জাহাঙ্গীর মেম্বার সম্পর্কে যশোরের শার্শা থানার অফিসার ইনচার্জ আমির আব্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন,কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করলে কোন ছাড় নেই অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী সন্ত্রাস দমনে কাজ করছে।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews