1. admin@somajerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১১:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নিউইয়র্কে ডা. ফেরদৌসের খন্দকারের অনৈতিক কর্ম কাণ্ডে তার বাতিল লাইসেন্স চাটখিল পা.মা.আ.উ বি’র আজীবন দাতা সদস্য হলেন বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন ভূঁইয়া প্রেসক্লাব যশোরের সদস্য রেজাউল করিম রুবেলের শ্বশুরের মৃত্যুবরণ, প্রেসক্লাবের শোক প্রকাশ যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচননে ২০ প্রার্থীর মনোনয়নপত্র জমা ভারতের পতিতালয়ে স্ত্রীকে বিক্রি,ফিরিয়ে আনলো যশোরের পিবিআই সংবাদ সম্মেলনের যশোরে ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা বেনাপোলে কলেজ ছাত্রী অপহরণকারীসহ আটক ৪ অবৈধ পথে ভারতে যাওয়ার সময় বিজিবির হাতে আটক ৬ যশোর সেনা নিবাসে কোর অব সিগন্যালস্ এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
নিউইয়র্কে ডা. ফেরদৌসের খন্দকারের অনৈতিক কর্ম কাণ্ডে তার বাতিল লাইসেন্স চাটখিল পা.মা.আ.উ বি’র আজীবন দাতা সদস্য হলেন বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন ভূঁইয়া প্রেসক্লাব যশোরের সদস্য রেজাউল করিম রুবেলের শ্বশুরের মৃত্যুবরণ, প্রেসক্লাবের শোক প্রকাশ যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচননে ২০ প্রার্থীর মনোনয়নপত্র জমা ভারতের পতিতালয়ে স্ত্রীকে বিক্রি,ফিরিয়ে আনলো যশোরের পিবিআই সংবাদ সম্মেলনের যশোরে ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা বেনাপোলে কলেজ ছাত্রী অপহরণকারীসহ আটক ৪ অবৈধ পথে ভারতে যাওয়ার সময় বিজিবির হাতে আটক ৬ যশোর সেনা নিবাসে কোর অব সিগন্যালস্ এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

যশোরের মনিরামপুরের জামায়াত নেতাকে অপহরনও গুলি করে হত্যার ১১ বছর পর মামলা

  • মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১১ বার পড়া হয়েছে

যশোরের মনিরামপুরের জামায়াত নেতাকে অপহরনও গুলি করে হত্যার ১১ বছর পর মামলা

যশোর অফিস :

মণিরামপুরে জামায়াত কর্মী আনিছুর রহমানকে বাড়ি থেকে অপহরণ ও গুলি হত্যার ১১ বছর পরে যশোর আদালতে মামলা হয়েছে। উপজেলার জয়পুর গ্রামের বাসিন্দা নিহত আনিছুরের পিতা ইব্রাহিম মোল্যা বাদী হয়ে গতকাল মঙ্গলবার মণিরামপুর থানার সাবেক ওসি দারোগা এবং স্থানীয় ১৩ জন আওয়ামী সমর্থকসহ ৩৫ জনের বিরুদ্ধে এই মামলাটি করেছেন। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাশেদুর রহমান মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য বিশেষ পুলিশ সুপার সিআইডি পুলিশ যশোর জোনকে আদেশ দিয়েছেন।বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী রুহিন বালুজ।

আসামিরা হলেন, মণিরামপুর থানার সাবেক ওসি এসআই শংকর চন্দ্র মাতব্বর, এসআই নিশিকান্ত সরকার, এসআই মাহমুদ আল ফরিদ ভুইয়া, এসআই জামিরুল ইসলাম,এসআই রজমান আলী,এসআই তাসনিম আলম, এসআই রবিউল ইসলাম, এসআই শিকদার মতিয়ার রহমান,এসআই শাহ হোসেন, এসআই মহসিন আলী,এসআই বাবর আলী,এসআই সেলিম, এএসআই আশরাফুল ইসলাম,

এএসআই জাকির হোসেন, এএসআই আব্দুল্লাহ, এএসআই ইকরামুল হক, এএসআই ফারুক হোসেন, এএসআই কামাল হোসেন, এএসআই প্রসেনজিত কুমার মল্লিক, এএসআই ইমলাক হোসেন, জয়পুর গ্রামের মৃত জব্বার সরদারের ছেলে হাবিবুর রহমান, মৃত মোজাহার সরাদারের ছেলে আব্দুল মজিদ, মৃত নওশের আলী মহলদারের ছেলে মোমতাজ আলী, ইয়াবুব্বার আলী মোল্যার ছেলে হোসেন আলী মোল্যা,

আকবার আলী সরদারের ছেলে আজিজুর রহমান রাজিব, মৃত আব্দুস সামাদ বিশ^াসের ছেলে আসাদুজ্জামান বাবু, মৃত আব্দুস সালাম দফাদারের ছেলে ইসলাম, মৃত ইয়াকুব্বার সরদারের ছেলে আব্দল মান্নান সরদার, এমরান মোড়লের ছেলে সিরাজুল ইসলাম, মৃত আক্কাস আলী গাজীর ছেলে মিকাইল হোসেন, ঢাকুরিয়া গ্রামের হারান সরদারের ছেলে ইনতাজ আলী, মণিরাপুরের অনিল ঘোষের ছেলে বিল্পব ঘোষ বাপ্পি ও মৃত আব্দুর রহমানের ছেলে আনিসুর রহমান।

মামলার বিবরণে জানা গেছে, উপজেলার জয়পুর গ্রামের ইব্রাহীম মোল্যা ও তার ছেলে আনিছুর রহমান জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী ছিলেন। ২০১৩ সালের ২২ মার্চ গভীর রাতে একদল পুলিশ ইব্রাহীম মোল্যার বাড়িতে হানা দেয়। এ সময় তারা ইব্রাহীম মোল্যার ছেলে আনিছুর রহমানকে ধরে থানায় নিয়ে যায়। যাওয়ার সময় আসামিরা ইব্রাহীম মোল্যাকে থানায় দেখা করতে বলে। ওই রাতে ইব্রাহিম মোল্যা তার স্বজনদের নিয়ে থানা গেলে আনিছুরের বিরুদ্ধে নাশতকার অভিযোগ এনে ২০ লাখ টাকা দাবি করে।

টাকা দিতে না পারায় আসামিরা ইব্রাহিম মোল্যাকে গালিগালাজ দিয়ে তাড়িয়ে দেয়। নিরুপায় হয়ে বাড়ি ফিরে আসে ইব্রাহীম ও তার স্বজনেরা। পরদিন সকালে লোকমুখে ইব্রাহীম মোল্যা জানতে পারেন এলাকার জামতলা কাচা রাস্তার উপর গুলিবিদ্ধ আনিছুরের লাশ পড়ে আছে। এই সংবাদের ভিত্তিতে ইব্রাহীম মোল্যা স্বজনদের নিয়ে ঘটনাস্থলে গেলে আসামিরাসহ আরও অনেক পুলিশ পথিমধ্যে গতিরোধ করে লাশের কাছে পৌঁছাতে দেয়না।

তড়িঘড়ি করে পুলিশ আনিছুরের লাশ গাড়িতে তুলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এরপরে ময়না তদন্ত শেষে সেখান থেকে আসামিরা সাথে এসে পুলিশ পাহারায় আনিছুরের লাশ দাফন করে। পরবর্তীতে আসামিরা প্রভাবশালী হওয়ায় ঘটনার পর থানা বা আদালতে মামলা করা সম্ভব হয়নি। পরিবেশ অনুকূলে আসায় তিনি এই ব্যাপারে মামলা করার জন্য থানা পুলিশের কাছে যান।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews