যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৪ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ১২ নভেম্বর মঙ্গলবার শিবালয় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস এম ফয়েজ আহমেদ যমুনা নদীতে অভিযান পরিচালনা করে চরশিবালয় এলাকায় অবৈধভাবে কাটারের মাধ্যমে বালু উত্তোলন করায় ৪ জনকে ৪ লক্ষ টাকা জরিমানা করেন।
অভিযুক্তরা হলেন, ভোলা চর ফ্যাশন উপজেলার চর নলুয়া গ্রামের মোঃ হান্নানের পুত্র মোঃ রাকিব চৌধুরী (২৬), নড়াইল লোহাগাড়া উপজেলার লাহড়ীরা গ্রামের মোঃ দাউদ মোল্লার পুত্র মোঃ নূর মোহাম্মদ মোল্লা (৩৬), মোঃ হানিফ মল্লিকের পুত্র মোঃ সাইদুল ইসলাম (৩৭) ও মানিকগঞ্জ শিবালয় উপজেলার অন্বায়পুর গ্রামের সফিকুল ইসলামের পুত্র মোঃ রুবেল আহমেদ (৩৫)।
স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে এই বালু চোররা সারাবছর ঝটিকাভাবে যমুনা নদী থেকে কাটার মেশিন দিয়ে ভাল্কহেড ভর্তি করে কোটি কোটি টাকার বালু বিক্রি করছে এই চক্র। বর্তমানে অধরা সিন্ডিকেটের মাধ্যমে চলমান।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস এম ফয়েজ আহমেদ বলেন, যমুনার অবৈধ বালু উত্তোলন করার বিরুদ্ধে জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply