মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী ঝিটকা বাজার পোস্ট অফিসের সামনে হাটবাসুদেবপুর খালের উপর নির্মাণাধীন ব্রীজটির বিলবোর্ড টাঙ্গায়নি ঠিকাদার প্রতিষ্ঠান। ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজনদের সাথে বিলবোর্ডের বিষয়ে জানতে চাইলে তাঁরা এলোমেলো কথা বলেন।
বিলবোর্ড টাঙ্গানো বিষয়ে মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর নিকট জানতে চাইলে তিনি বলেন, বুঝেছি।
অতি শীঘ্র বিলবোর্ড টাঙানো হবে।
ব্রীজের রাস্তার কাজের বিষয়ে স্থানীয় দোকানিরা রাস্তা নির্মাণে বাধা সৃষ্টি করছে। স্থানীয়রা জানান, এই ব্রীজের বিলবোর্ড টাঙ্গানো খুব প্রয়োজন। কতো টাকার কাজ? কবে কাজ শুরু হয়েছে?
কতো দিন পরে শেষ হবে, এই সব বর্ননা জনস্বার্থে বিলবোর্ড টাঙ্গানো উচিত ছিলো। ভোগান্তি এলাকার জনগণ আরো বলেন, আমাদের ধারণা নিন্ম মানের সামগ্রী দিয়ে ব্রীজের কাজ হচ্ছে।
তাঁরা একথাও বলেন, দুর্নীতিবাজ স্বৈরাচার খুনি হাসিনার জাহেলি লীগ যুগে কাজটি শুরু হয়েছে। তাঁর মুরিদেরা কাজটি শুরু করায় রহস্য জনক কারণে বিলবোর্ড টাঙ্গায়নি। তিক্ত অভিজ্ঞতা জনগণের ধারণা বিলবোর্ড টাঙ্গালে বেড়িয়ে আসতে পারে থলের বিড়াল। এ নিয়ে নানা প্রশ্ন জনমনে।
Leave a Reply