১৩ নভেম্বর ২০২৪, বুধবার সন্ধ্যায় মেহেরপুর শহরের লা ভোগ রেস্টুরেন্টের হলরুমে “সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষা কবচ” শীর্ষক এক সভা অনুষ্ঠিত হয়। সভার মূল উদ্দেশ্য ছিল মেহেরপুরে শান্তি ও স্থিতিশীলতার জন্য সম্প্রীতিপূর্ণ আচরণ ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গঠনের লক্ষ্যে সদর উপজেলায় দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ (MIPS) প্রকল্পের অধীনে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) গঠন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলার গাঙনি উপজেলার প্রবীণ শিক্ষক ও জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরামের মেহেরপুর জেলা সভাপতি জনাব মো: সিরাজুল ইসলাম। সঞ্চালনা করেন এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি ও তরুণ নেতৃত্ব জনাব মুজাহিদ আল মুন্না। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি মো: ইলিয়াস হক।
সভায় গঠনতন্ত্র ও প্রকল্প বিষয়ে আলোচনা ও সমন্বয়ের দায়িত্বে ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর এস.এম. রাজু জবেদ এবং মনিটরিং ও ইভালুয়েশন কর্মকর্তা জনাব মো: সাইদুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সভাপতি জনাব মো: সিরাজুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধান করেন দি হাঙ্গার প্রজেক্টের ফিল্ড কো-অর্ডিনেটর মো: আশরাফুজ্জামান।
সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি জনাব আব্দুস সাত্তার মুক্তা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, শহর যুব মহিলা লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর রোকসানা কামাল রনু, জেলা বিএনপি মহিলা দলের সভাপতি সাইদাতুন্নেছা নয়ন, জেলা আইনজীবী সমিতির সদস্য নার্গিস খাতুন, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক জনাব মো: সিরাজুল ইসলাম, সনাতন ধর্মীয় প্রতিনিধি সঞ্জিত লাল বাপ্পি, সাংবাদিক মীর মাহলায়েল আলী শিশির, এস.এম. মেহেরাব হোসেন এবং সমাজকর্মী খন্দকার সামসুজ্জোহা সোহাগসহ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) গঠনের উদ্দেশ্যে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
সভায় সবার সম্মতিক্রমে পিএফজি কো-অর্ডিনেটর নির্বাচিত হন এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি জনাব মুজাহিদ আল মুন্না। পিস অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হন বিএনপির স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, জেলা আইনজীবী সমিতির সদস্য নার্গিস খাতুন, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক জনাব মো: সিরাজুল ইসলাম এবং নারী প্রতিনিধি হিসেবে সাইদাতুন্নেছা নয়ন।
সভায় উপস্থিত সবাই শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে অঙ্গীকারাবদ্ধ হয়ে কাজ করার প্রতিজ্ঞা করেন এবং শপথ গ্রহণ করেন। এছাড়া রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসনে দল-মত নির্বিশেষে পিএফজি কমিটির মাধ্যমে মেহেরপুর সদর উপজেলার সব মানুষের সাথে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। সভার শেষে সভাপতি জনাব মো: সিরাজুল ইসলাম দল-মত নির্বিশেষে সকলকে আপন করে নিয়ে সম্প্রীতির মেহেরপুর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply