ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের রাজনৈতিক স্থগিতাদেশ প্রত্যাহার করায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা কৃষকদলের সভাপতি সাঈদ মুন্সির নেতৃত্বে আনন্দ এই মিছিলে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।
এ উপলক্ষে ভাঙ্গা ঈদগাহ মাঠ থেকে একটি আনন্দ মিছিলটি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক্সপ্রেস ওয়ের দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত পথ সভায় বক্তারা বিএনপি নেতা শহিদুল ইসলাম বাবুলের বিরুদ্ধে রাজনৈতিক স্থগিতাদেশ প্রত্যাহার করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য প্রদান করেন।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ওসমান মুন্সী, হাসিবুল হাসান মুন্সী, পৌর বিএনপি’র যুগ্ন আহ্বায়ক শহিদুল ইসলাম বিটু মুন্সি, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক খন্দকার আব্দুস সামাদ, পৌর কৃষকদলের সভাপতি আলম মুন্সী, সাধারণ সম্পাদক জাকারিয়া মুন্সি প্রমূখ। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদুর রহমান তুরান,বিএনপি নেতা তৈয়ব মুন্সী,জনি রহমান,রবিন সোহেল, রোমিও, শান্ত হাসান,আকতার হোসেন,কামরুল হাসান সহ অংগসংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার রোষানলে শেখ হাসিনা সরকারের পতনের কয়েকদিন পর বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল তার এলাকায় নগরকান্দায় নেতাকর্মীদের সঙ্গে দেখা করতে আসলে তার সমর্থক ও কেন্দ্রীয় বিএনপি’র ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকুর সমর্থকদের মাঝে ভবুকদিয়া নামক এলাকায় এক রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। অল্পের জন্য প্রাণে রক্ষা পান বাবুল। ওই সময় শামা ওবায়েদ রিংকুর এক সমর্থক নিহত হন।
এই ঘটনায় ফরিদপুরের এই দুই নেতা দলের হাই কমান্ডের নির্দেশে তাদেরকে দলীয় সকল পদ থেকে স্থগিত ঘোষণা করেন।
গত পাঁচ দিন আগে ৯ নভেম্বর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিডিও কনফারেন্সে তার নির্দেশে দলের যুগ্ম সম্পাদক রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক আদেশে স্থগিতাদেশ প্রত্যাহার করে নেন। এরপর থেকে ফরিদপুরে দুই নেতার সমর্থকরা রাজনৈতিক কর্মসূচি দিয়ে আসছেন।
Leave a Reply