যশোর শহরের রেলগেট চোরমারা দিঘীর পশ্চিম পাড়ে জীবন (২২)কে গতিরোধ করে গালিগালাজ ও চুরি কাহত করে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।বুধবার ১৩ নভেম্বর রাতে মামলাটি করেন, শহরের চোরমারা দিঘীর পশ্চিমপাড় এলাকার পলু খঁার এর মেয়ে মোছাঃ মুন্নি। মামলায় আসামী করেন, একই এলাকার মাজেদ এর ছেলে রিক্ত ও একই এলাকার আফজালের ছেলে লিখনসহ অজ্ঞাতনামা ৩/৪জন।
মামলায় বাদি উল্লেখ করেন,বাদির আপন ছোট ভাই জীবন খঁা ডিস লাইন অফিসের ম্যানেজার হিসেবে কর্মরত আছে। উক্ত আসামীদ্বয় পুর্ব শত্রুতার জের ধরে বাদির ভাইকে মারপিট খুন জখম করার হুমকি দিয়ে আসছিল।
গত ২ নভেম্বর রাতে জীবন খঁা গ্রাহকের নিকট হতে ডিস বিল সংগ্রহ করে তার অফিসে ফেরার সময় রাত অনুমান ৮ টার সময় রেলগেট চোরমারা দিঘীর পশ্চিমপাড়ে মোছাঃ রোজিনার বাড়ির সামনে পৌছালে উল্লেখিত আসামীসহ তাদের অজ্ঞাতনামা আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে ধারালো চাকু নিয়ে বাদির ভাইয়ের গতিরোধ করে।
পরে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। গালিগালাজ করতে নিষেধ করলে রিক্ত ধারালো চাকু দিয়ে বাদির ভাইকে হত্যার উদ্দেশ্যে বুকে আঘাত করতে গেলে বাম হাত দিয়ে ঠেকালে উক্ত আঘাত বাম হাতের বাহুতে লেগে গুরুর কাটা রক্তাক্ত জখম হয়।
পুনরায় তার হাতে থাকা ধারালো চাকু দিয়ে জীবন খঁাকে হত্যার উদ্দেশ্যে বাম পায়ের রানের উপরে পরপর ২টি আঘাত করে কাটা রক্তাক্ত জখম করে। বাদির ভাইয়ের পরিধেয় প্যান্টের পকেটে থাকা নগদ ৬ হাজার টাকা রিক্ত নিয়ে নেয়। লিখন বাদির ভাইকে এলোপাতাড়ীভাবে কিলঘুষি মরে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা জখম করে।
বাদির ভাইয়ের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামীদের দেখে চিনতে পেরে ঠেকানোর চেষ্টা করতে আসামীরা বাদির ভাইকে পরবর্তীতে খুন জখম করার হুমকী দিয়ে স্থান ত্যাগ করে। স্থানীয় লোকজন বাদির ভাইকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়।
Leave a Reply