লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার রেলওয়ে স্টেশনের পাশে রেলের প্রায় ২ একর জমিতে গড়ে তোলা অবৈধ পার্ক উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে রেলওয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
অবৈধ এই পার্কটি সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদ গড়ে তুলেছিলেন ব্যক্তিগত বিনোদনের জন্য। স্থানীয়দের অভিযোগ,
সরকারি অর্থ ব্যবহার করে তিনি প্রায় দেড় কোটি টাকায় এই পার্ক নির্মাণ করেন। এলাকাবাসী জানায়, রেলওয়ের জমি দখল করে ইটের প্রাচীর নির্মাণ করে সেখানে পুকুর, সড়ক, এবং বিভিন্ন অবকাঠামো গড়ে তোলা হয়েছিল, যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল।
রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কার্যালয়ের তথ্য অনুযায়ী, রেলওয়ের জমি দখল শুরু হলে সাবেক মন্ত্রীকে কাজ বন্ধ করতে নির্দেশনা দেওয়া হয়েছিল।
তবে সেই নির্দেশনা উপেক্ষা করা হয়। রেলওয়ের সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, “অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, এবং এ ধরনের অভিযান চলমান থাকবে।”
Leave a Reply