মানিকগঞ্জে খাস জমি উদ্ধার অভিযানে বাধা দেওয়ায় ১ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জেলার সদর উপজেলার ভাড়াড়িয়া বাজারে সরকারি খাস ভূমিতে অবৈধভাবে দোকান নির্মাণে অভিযোগ ও উচ্ছেদ অভিযানে সরকারি কাজে বাঁধা দেওয়ায় দোকান মালিক গ্রিস প্রবাসী সায়েম খানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ও জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
১৯ নভেম্বর মঙ্গলবার বিকেলে ভাড়াড়িয়া বাজার এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। তবে উচ্ছেদ অভিযানে বাধা দেন দোকান নির্মাণকারী সায়েম খানসহ তার পরিবার। পরে দোকান থেকে দোকান নির্মাণের মালামাল সরিয়ে নিতে বললে সায়েম,
তার মা,স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যরা উত্তেজিত হয়ে উচ্ছেদ অভিযানে সরকারি বাঁধা প্রদান করে। পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতা সায়েমকে আটকে করে সদর উপজেলার ভূমি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম।
অভিযানে আরো উপস্থিত ছিলেন, হরিরামপুর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মো. শাহরিয়ার আশরাফ, সেনাবাহিনী, সদর থানা পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীরা।
স্থানীয়রা জানান, স্বৈরাচার সরকার আওয়ামী লীগের ক্ষমতার দাপটে সদর উপজেলার ভাড়ারিয়া বাজারের সরকারি খাস জমি অবৈধ দখল করে ৮ থেকে ১০ টি দোকান নির্মাণ করে ব্যবসা-বাণিজ্য করে আসছে এরা।
এ নিয়ে বিগত ২০২১ সালে কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পরে খাস জমি উদ্ধারে তৎপর হয় সংশ্লিষ্ট প্রশাসন। ওই সময় খাস জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য দুইবার দোকান মালিকদের নোটিশ করেন প্রশাসন।
পরে আদালতে মামলা ও আওয়ামী নেতাদের দেওয়ায় উচ্ছেদ অভিযান বন্ধ থাকে। তারপর সরকারি খাস জমি দখল করে রাতারাতি দোকান নির্মাণ করেন গ্রীস প্রবাসী সায়েম খান। পরে ওই সময় ভাড়ারিয়া ইউপি ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা মৌখিকভাবে বাধান দেন। কিন্তু নিষেধ অমান্য করেই দোকান নির্মাণ করা হয়।
অন্যদিকে বালিরটেক বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া কালীগঙ্গা নদীর উপর নির্মিত ২১৯ মিটার দীর্ঘ ও পিসি গার্ডার ১৬৫ মিটার দীর্ঘ ব্রীজ ভায়াডাস্ট নির্মাণ হয়েছে। এই ব্রীজ করার আগে জমি অধিগ্রহণ করা হয়।
অধিগ্রহণকৃত জমি অবৈধ দোকানপাট নির্মাণ করে করছেন চাঁন মিয়াসহ কয়েকজন। এদের ক্ষমতার দাপটে প্রশাসন নিরব ভূমিকা পালন করেছে। অধিগ্রহণকৃত জমি দ্রুত উদ্ধার হোক সচেতন মহলের দাবী।
Leave a Reply