যশোরের ঝিকরগাছার ব্যবসায়ী মো: আতিক উর রহমানের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট হয়েছে। সন্ত্রাসীদের দাবিকৃত চাঁদা দিতে না পারায় বুধবার (২০ নভেম্বর) সকালে এ হামলার ঘটনা ঘটে। ব্যবসায়ী আতিক বাড়িতে না থাকায় প্রাণে বেঁচে যান। অবশ্য তিনি অব্যাহত চাঁদা দাবি ও হুমকির মুখে আগে থেকেই বাড়ি ছাড়া রয়েছেন। সন্ত্রাসীদের ভয়ে পরিবারের লোকজন আতঙ্কগ্রস্থ অবস্থায় দিনাতিপাত করছে।
সূত্র জানিয়েছে,ঝিকরগাছা এলাকার মামুনের নেতৃত্বে একদল সন্ত্রাসী শহরের কৃঞ্চনগর গ্রামের বোডঘাট রোডের মোঃ হাফিজুর রহমানের ছেলে ব্যবসায়ী মো. আতিক উর রহমানের কাছে অব্যাহতভাবে চাঁদা দাবি করে আসছে। মোঃ আতিক উর রহমান দীর্ঘদিন যাবত আওয়ামী লীগ সমর্থিত এমপি ও দেশের একজন শিল্পপতির বিভিন্ন প্রতিষ্ঠানে নানা পণ্য সাপ্লাই দিয়ে আসছেন।
একজন আওয়ামী লীগের এমপির প্রতিষ্ঠানে মালামাল সাপ্লাই দেয়ার কারণে ৫ আগস্ট সরকার পতনের পর তার কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল দুর্বৃত্তরা। চাঁদা দিতে অস্বীকার করায়, চাঁদা না পেয়ে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি-ধামকি দেয় তারা। একপর্যায়ে গত ২০ নভেম্বর বুধবার সন্ত্রাসীরা জোটবদ্ধ হয়ে মোঃ আতিক উর রহমানের বাড়িতে হামলা চালিয়ে ঘরের জিনিসপত্র তছনছ, ভাঙচুর ও লুটপাট করে।
আতিক উর বাড়িতে না থাকায় তিনি প্রাণে বেঁচে যান। কিন্তু তারা চলে যাবার সময় পরিবারের লোকজনকে শাসিয়ে যায় চাঁদা না দিলে আতিক উর কে মেরে ফেলা হবে। বর্তমানে হুমকি ধামকির মধ্যে রয়েছেন তিনি। ৫ আগস্টের পর প্রশাসনিক অবস্থা নড়বড়ে ও আইনশৃংখলা পরিস্থিতি নাজুক থাকায় ফোনের মাধ্যমে অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাওয়া যায়নি।
এঘটনাও বাইরে পালিয়ে থাকায় লিখিতভাবে অভিযোগ দেয়া সম্ভব হয়নি। স্থানীয়রা জানিয়েছেন, প্রতিষ্ঠিত ব্যবসায়ী মোঃ আতিক উর রহমান দীর্ঘদিন ধরে সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছে। তিনি একজন নম্র ভদ্র প্রকৃতির মানুষ। কিন্তু তার কাছে সন্ত্রাসীরা অব্যাহত চাঁদা দাবি করায় হুমকির মুখে রয়েছেন।ঝিকরগাছা থানার কর্তব্যরত অফিসার বলেন, এধরনের ঘটনার কথা শুনেছি। পুলিশ এব্যাপারে খোঁজ খবর নিচ্ছে।
Leave a Reply