ফরিদপুরের ভাঙ্গায় দেশীয় অস্ত্র সহ রুবেল হোসেন (৩৭) নামে এক ডাকাত সর্দারকে গ্রেপ্তার করেছে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ভাঙ্গা- বরিশাল মহাসড়কের কৈডুবী সদরদী নামক স্থানে ডাকাতির প্রস্তুতিকালে তাকে গ্রেফতার করা হয়। আটক ডাকাতের বাড়ি ঝিনাইদহের কালিগঞ্জ থানার বারোবাজার গ্রামে। সে ওই গ্রামের বাহাউদ্দিনের ছেলে ডাকাত রুবেল হোসেন।এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত ২টি হাসুয়া, ১টি করাত, ২টি বড় রশি, লাইট ও একটি পিক আপ জব্দ করা হয়।
এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার এস,আই আব্দুল্লাহেল বাকি জানান, বেশ কিছু দিন ধরে সড়কে আশংকাজনক হারে ডাকাতি বেড়ে গেছে। আমরা ডাকাতদেরকে ধরতে ভাঙ্গা হাইওয়ে থানা, ভাঙ্গা থানা পুলিশ ও জেলা থেকে অতিরিক্ত পুলিশ রাতে সড়কে টহল জোরদার করি।
তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ২টার সময় কৈডুবি সদরদী এলাকায় সড়কে ডাকাতির প্রস্তুতি কালে ১টি পিকাপ, দেশীয় অস্ত্র সহ ডাকাতকে আটক করি।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার কয়েকজন সহযোগি পালিয়ে যায়। আটককৃত ডাকাতরা গত সপ্তাহে চুমুরদী এলাকায় ডাকাতি করেছে। ওই ঘটনায় মোকসেদপুর থানায় মামলা হওয়ায় ডাকাত রুবেলকে ওই থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply