টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দিঘলকান্দি ও দিগড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
শনিবার বিকেলে উপজেলার কদমতলী হাসান পাবলিল উচ্চ বিদ্যালয়ের মাঠে দিগড় ও দিগরকান্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়। দীর্ঘ ১৬ বছর পর স্বাধীনভাবে বিএনপির জনসভা উপলক্ষে বিএনপির হাজার হাজার নেতা-কর্মীরা ব্যাপক উৎসাহ উদ্দ্যীপনা যন্ত্র নিয়ে জনসভায় অংশ নেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপানসন বেগমখালেদা জিয়ার উপদেষ্টা সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ। তিনি বলেন, বিগত স্বৈরাচার সরকার দেশকে ধবংস করেছে। ছাত্রজনতার আন্দোলনের মুখে খুনি শেখ হাসিনা পালিয়েছে। বিগত স্বৈরাচার সরকার বিএনপির চেয়ার পারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ হাজার হাজার নেতা কর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও গুম খুন কর হয়েছে।
শেখ হাসিনা পালিয়েছেন কিন্তু তার দোসরা আবার ষড়যন্ত্র শুরু করছে। তারা এ অন্তর্বতী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চালাচ্ছে। অন্তর্বতী সরকারের উচিৎ অবিলম্বে নির্বাচনের পরিবেশ তৈরি করা।
প্রধান বক্তা ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃমাঈনুল ইসলাম। দিগড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোনছুর আহম্মদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হক ছেন্টু, সাবেক সাধারণ সম্পাদক আখম রেজাউল করিম,হেলালুর রহমান হেলাল, সাবেক মেয়র মনজুরুল হক মঞ্জু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসন ধলাসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply