শনিবার (২৩ নভেম্বর) রাত ৯টায় কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।
নিহত মেহেদী শহরের মালগ্রাম এলাকার রফিকুল ইসলামের ছেলে ও ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের দর্শন বিভাগের পুনর্মিলনীর অনুষ্ঠানে ক্যাম্পাসে কনসার্টের আয়োজন করেন শিক্ষার্থীরা।
সেখানে অ্যাসেজ ব্রান্ডের গানের পরিবেশন দেখতে হাজার হাজার মানুষের সমাগম হয়। মেহেদী তার বন্ধুদের সঙ্গে কনসার্ট দেখতে কলেজে যান। এই সময় দুর্বত্তরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়৷
সুমন রঞ্জন সরকার আরও বলেন, কী কারণে হত্যাকাণ্ড তা এখনও জানা যায়নি। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।
সূত্র : অনলা্ইন ডেস্ক আরটিভি
Leave a Reply