আজ সোমবার সকালে হাটে সরেজমিন পরিদর্শনকালে দেখা যায় এখানে শুধু কবুতর নয় বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের পশু পাখি।
এরমধ্যে দেশি কবুতর ৬০০ টাকা।
সিরাজী লাক্ষা ফেন্সিং কিং, গিয়াসলি লাল চিলি , পুমা ,১ থেকে ৫ হাজার টাকা জোড়া। বিভিন্ন প্রজাতির পাখির মধ্যে রয়েছে বাজিগর , টিয়া।
এছাড়া দেশি মুরগি চায়না মুরগি, মোরগ খরগোশ, হাস, কোয়েল পাখিও বিক্রি হচ্ছে এখানে। প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার শহরে রেলওয়ে প্লাটফর্মের সামনে এই হাট বসে ।
সকাল ৮ থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই হাটে চলে কেনাবেচা। তবে বেশিরভাগ ক্রেতা সাধারণ সৌখিন ধরনের। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী শিক্ষক শিক্ষিকা এখান থেকে পশু পাখি সংগ্রহ করেন।
Leave a Reply