উক্ত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডা. মোঃ আশরাফুর রহমান, ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলাম সভাপতিত্বে মাসিক কল্যাণ সভার শুরুতেই পবিত্র কোরআন ও অন্যান্য পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়।
পরবর্তীতে পিআরএল গমনকারী ৬ জন পুলিশ সদস্যের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন ডিআইজি।এরপর অক্টোবর/২০২৪ মাসের বিভিন্ন আভিযানিক সাফল্য ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে গৃহীত বিভিন্ন কার্যক্রমের ভিত্তিতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দকে সম্মাননা স্মারক ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন-
১. শ্রেষ্ঠ সার্কেল অফিসার- এম এম মোহাইমেনুর রশিদ পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), অতিঃ দায়িত্বে সদর সার্কেল, ময়মনসিংহ ,
শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ- মোঃ সফিকুল ইসলাম খান, কোতোয়ালী মডেল থানা
শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত)-মোঃ সাইফুল ইসলাম, কোতোয়ালী মডেল থানা
শ্রেষ্ঠ এসআই (নিঃ)-মোঃ আনোয়ার হোসেন, কোতোয়ালী মডেল থানা
শ্রেষ্ঠ মামলা নিষ্পত্তিকারী অফিসার-এসআই(নিঃ)/ খন্দকার আল মামুন, গফরগাঁও থানা
শ্রেষ্ঠ এএসআই (নিঃ)- ফরহাদ হোসেন, কোতোয়ালী মডেল থানা
শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার-এএসআই(নিঃ)/মাসুম রানা, কোতোয়ালী মডেল থানা
এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্য কর্তৃক গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সাথে পালন করার স্বীকৃতি স্বরূপ বিশেষ পুরস্কার প্রদান করেন ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ ।
বিশেষ কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরাধ সভায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ অপরাধ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন সম্মানিত পুলিশ সুপার।
এছাড়াও জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার, জেলার মূলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
মাসিক কল্যাণ সভা এবং অপরাধ সভায় জেলা পুলিশ ময়মনসিংহ এর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply