শেফালী খাতুনের বড় দুই ভাই ও ভাবি ভেটুয়া জগন্নাথপুর গ্রামের আমির হোসেন(৫৫) পিতা মৃত্যু ময়েজউদ্দিন ছোট ভাই শিপন হোসেন (৫০) ভাবি মমতা খাতুন (৩৬) ঘটনার পর থেকে ভাই,ভাবি পলাতক আছেন। এঘটনায় কাজিপুর উপজেলা নাটুয়ারপাড়া ফাঁড়ি পুলিশ জানান মামলা করলেই ব্যবস্থা নিবে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার চরগিরিশ ভেটুয়া জগন্নাথপুর গ্রামে শেফালী ও আপন দুই ভাই পাশাপাশি বসবাস করেন।শেফালি খাতুন বন্ধকের জমিতে ভুট্টা চাষ করতে গেলে ভাইয়েরা এসে বাঁধা দেয়, এক পর্যায়ে কথা কাটাকাটি শুরু হলে ভা্য়ই ওভাবিরা মিলে শেফালী খাতুন বেধড়ক পিটায়ে গ্রুত্বর আহত করে।
Leave a Reply