শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,জনপ্রতিনিধি,সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মইনুদ্দিন সেতু,ইউপি চেয়ারম্যান সৈয়দ শাহিন আলম শাহাবুর,সাংবাদিক গোলাম কিবরিয়া বিশ্বাস,মজিবর মুন্সি,শাহাদাত হোসেন,সাইফুল্লাহ শামীম,
ভাঙ্গা থানা,হাইওয়ে থানা,ফায়ার সার্ভিস প্রতিনিধিবৃন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা- আল মামুন,সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমান,মৎস্য কর্মকর্তা এস. এম জাহাঙ্গীর কবির, অধ্যাপক সরোয়ার হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ড, ইউপি চেয়ারম্যান আঃ খালেক মোল্লা, সাংবাদিক মামুনুর রশিদ,এ,টি,এম ফরহাদ নান্নু,
রমজান শিকদার সহ সুধী সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় বক্তারা পরিবহন নৈরাজ্য,যানজট, মাদক,চুরি- ডাকাতি,ইভটিজিং সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তারা বলেন,দেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে দেশের আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখার বিকল্প নেই।
সেই লক্ষ্যে সমাজকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, ইভটিজিং মুক্ত, বাল্যবিবাহ মুক্ত, দূর্নীতিমুক্ত রাখতে সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, কৃষক, সুধী সমাজসহ সচেতন নাগরিক হিসেবে প্রত্যেককে যার যার অবস্থান থেকে এগিয়ে এসে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে ভূমিকা রাখার আহবান জানান।
Leave a Reply