মিলে পলেস্টার,টিস্যু ও নাইলন জাতীয় সুতা তৈরি হয়। এ জাতীয় পদার্থে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। মিলে আগুন লাগার অল্প সময়ের মধ্যেই পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। তবে আগুনে সূত্রপাত জানা যায়নি। খবর পেয়ে কাঞ্চন, ডেমরা ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের চার ইউনিটের কর্মীরা একঘণ্টা চেষ্টা চালিয়ে রাত আটটার সময় আগুন নিয়ন্ত্রণে আনে।
মিল মালিক শ্রী কিংকর বাবু বলেন, তার মালিকানাধীন এ টেক্সটাইল মিলে পলেস্টার, টিস্যু ও নাইলন সূতা তৈরি ও সাইজিং করা হয়।মিলের ব্যবস্থাপক শ্রী তরু বাবু বলেন,
হঠাৎ করে আগুনের শিখা দেখতে পেয়ে মেলে কর্মরত শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করে পরবর্তীতে দ্রুত আগুন পুরো মিলে ছড়িয়ে পরে। টেক্সটে মিলের কাঁচামাল,উৎপাদিত সুতা, সাইজিং করা সুতা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে । সুতাসহ মেশিনের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ জানা যায়নি।
Leave a Reply