বাঘারপাড়া কৃষি অফিস সূত্র মতে, চলতি মৌসুমে বাঘারপাড়ায় ১৬জন প্রদর্শনীর চাষীকে ৬৬৫০টি বস্তা জন্য দেওয়া হয়েছে। যার মধ্যে ১০০টি জিও ব্যাগ রয়েছে। এছাড়া প্রয়োজনমত সার বীজ প্রদান করা হয়েছে। আদা চাষ সম্পর্কে জানতে চাইলে বাঘারপাড়া পৌরসভাধীন বাঘারপাড়া গ্রামের সুমন দেবনাথ বলেন,
আমি আগে কুল চাষ করতাম। কুল চাষ ভালো হওয়ায় কৃষি অফিস থেকে আমাকে আদা চাষের পরামর্শ দেয়। তাই আমি ৪কাঠা জমিতে ৫০০ বস্তা আদা চাষ করেছি। সার বীজ এবং বস্তা কৃষি অফিস দিয়েছে। একই গ্রামের হাফিজুর রহমান জানান অফিসের সহায়তায় চাষ শুরু করেছি। মাস দুই পরে আদা তুলতে পারবো। আদার দাম সারা বছর থাকে। যেকারনে এ চাষে আসা।
তবে এবছর অফিসের পরামর্শ নিলেও আগামী বছর থেকে নিজেই পারবো। বাঘারপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দা নাসরিন জাহান বলেন, বস্তায় আদা পদ্ধতি নতুন একটি পদ্ধতি ।
প্রদর্শনীর আওতায় চাষীদের সার বীজ ও বস্তা বিতরণ করা হয়েছে। তাদের প্রয়োজনীয় পরামর্শ অফিসের মাধ্যেমে দেওয়া হয়। এছাড়া যারা নিজস্ব কায়দায় চাষ করেছে তাদেরও পরামর্শ সহায়তা প্রদান করি। আগামীতে যাতে আরও এ চাষ বৃদ্ধি পায় তার জন্য আমরা চাষীদের উদ্বুদ্ধ করছি।
Leave a Reply