বৃহস্পতিবার দুপুরে ভাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলানায়তনে এ স্মরণ সভায় বক্কারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের নৃশংসতা এবং ফ্যাসিষ্ট শেখ হাসিনার নির্দেশে করা ভয়াবহ নির্যাতন,খুন,গুম,হত্যা সহ নানা অত্যাচারের কথা তুলে ধরেন।
এ সময় আন্দোলনে নিহত খালিদ সাইফুল্লাহ রিয়াদের মাতা নিলুফার ইয়াসমিন সহ কয়েকজন পরিজন তাদের স্মৃতিচারন এবং তখনকার ভোগান্তির কথা বর্ণনা করে কান্নায় ভেঙে পড়েন।পরে এক দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।একাডেমী সুপার ভাইজার প্রহলাদ বিশ্বাসের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম,
সাংগঠনিক সম্পাদক মোঃ আইয়ুব মোল্লা, বিএনপি নেতা এম এ ওয়াদুদ, ফজলে সোবাহান শামিম,উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ সরোয়ার হুসাইন, উপজেলা জামায়াতে ইসলামী কর্মপরিষদ সদস্য কে,এম মফিজুর রহমান মাসুদ,হেফাজত ইসলামের সদস্য সচিব মাওলানা মোঃ মাসুদুর রহমান,ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা আসাদুজ্জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি অফিসার মোল্লা-আল মামুন,উপজেলা নির্বাচন অফিসার হাচেন উদ্দিন,উপজেলা পরিসংখ্যান অফিসার মেহেদী হাসান,যুব উন্নয়ন অফিসার সেলিম মিয়া,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, গন অধিকার পরিষদের নেতা মোঃ আনিসুর রহমান ,শহীদ আহাদের পিতা আবুল হাসান শান্ত,চাচা মোঃ মোকলেছুর রহমান,
শহীদ তামিমের পিতা জুয়েল শিকদার ও শহীদ খালিদ হাসান সাইফুল্লাহ রিয়াদের মাতা নিলুফার ইয়াসমিন,বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের ভাঙ্গা উপজেলা প্রতিনিধি মোঃ আশরাফ শেখ,ওসমান গনি আকাশ প্রমুখ। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভাঙ্গা উপজেলায় নিহত ৩ জনের নাম সড়কে নাম ফলক স্থাপনের জন্য সবাই আহবান জানান।।
Leave a Reply