মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠানে ৩৬ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত এবং ৩ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়। জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম মনোনীত প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বলেন, “যোগ্যতা ও সততার ভিত্তিতে নিয়োগের এ প্রক্রিয়া একটি মাইলফলক।”
নতুন নিয়োগপ্রাপ্ত এক প্রার্থী আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “বিনা টাকায়, বিনা ঘুষে চাকরি পেয়ে আমি কৃতজ্ঞ। পুলিশ সুপার তরিকুল ইসলামের মতো সৎ কর্মকর্তা যদি প্রতিটি জেলায় থাকতেন, তবে আমাদের আর চাকরি নিয়ে দুশ্চিন্তা করতে হতো না। আমি আল্লাহর কাছে তার সুস্থ ও সুন্দর জীবনের জন্য প্রার্থনা করি।”
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রার্থীদের অভিভাবকসহ আরও অনেকে। এ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া লালমনিরহাটে নতুন উদাহরণ সৃষ্টি করেছে।
Leave a Reply