শনিবার ভোরে কালীগঞ্জ উপজেলার লোহাকুচি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৯১৯/৯-এস এর কাছ দিয়ে মাদক পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির টহলদল সেখানে ওঁৎ পেতে ছিল।
ভোর ৪টার দিকে সোর্সের দেওয়া বর্ণনা অনুযায়ী এক মাদক পাচারকারীকে আসতে দেখে তাকে চ্যালেঞ্জ করা হয়। এতে সে পালানোর চেষ্টা করলে, টহলদল তাকে আটক করে এবং ৩৬১ বোতল ভারতীয় স্কাফ সিরাপ জব্দ করে।
আটক ব্যক্তির নাম ফজর আলী (৩৫), তিনি কালীগঞ্জ উপজেলার দুলালী এলাকার আজাহার আলীর ছেলে।
১৫ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ আসিফুল ইসলাম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে ও জব্দকৃত স্কাফ সিরাপ কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply