উক্ত বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে মেহমান খানার সভাপতি মোঃ কবির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোলের বিশিষ্ট ব্যবসায়ী ও নাচোল মেহমানখানার অভিভাবক বদরুদ্দোজামান দোজা, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ বদিউজ্জামান লালি, বিশিষ্ট সমাজসেবক মোঃ নুরুল্লাহ, মেহমান খানার ক্যাশিয়ার মোঃ দেলোয়ার হোসেন ডালিম, নাচোল পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ হেলাল উদ্দিন, নাচোল সরকারি কলেজের প্রভাষক (অবঃ) মোঃ ইসলামুদ্দিন, নাচোল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ হামিদুর রহমান মুকুল প্রমূখ।
উক্ত আয়োজনে সাড়ে চার শতাধিক অসহায়, হতদরিদ্র, ইয়াতিম শিশু এবং হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী কুরআনের পাখিদের মধ্যে মানসম্মত দুপুরের খাবার পরিবেশন করে নাচোল চেয়ারম্যানপাড়া যুব সমাজের মেহমানখানা কর্তৃপক্ষ।
নাচোল চেয়ারম্যানপাড়া যুব সমাজের মেহমানখানার আয়োজকরা জানান আমরা সুষ্ঠু ভাবে এসব মেহমানদের খাওয়াতে পেরেছি, যা আমাদের জন্য এক অত্যন্ত গর্বের বিষয়। আমরা এই অনুষ্ঠানটি প্রত্যেক মাসের শেষ জুম্মায় আয়োজন করে থাকি। আয়োজকবৃন্দ আরও বলেন আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া একান্ত কাম্য। আমরা যেন এর ধারাবাহিকতা রক্ষা করতে পারি এবং ভবিষ্যতে আরও বড় আকারে এই কার্যক্রম চালিয়ে যেতে পারি, সেজন্য সবাই দোয়া ও সার্বিক সহযোগিতা করবেন।
মেহমানখানার অভিভাবকরা আরো বলেন। যারা এই অনুষ্ঠান সফল করতে আর্থিক সহযোগিতা ও অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের বিশেষ কৃতজ্ঞতা জানাই।
উক্ত অনুষ্ঠানে নাচোল চেয়ারম্যানপাড়া যুব সমাজের মেহমান খানার সভাপতি মোঃ কবির উদ্দিন আশ্বস্ত করে বলেন, আমরা পরবর্তীতে বৃক্ষরোপণ করবো, শীত বস্ত্র সহ কম্বল বিতরণ, রমজান মাসে ৩০ দিন ইফতারের আয়োজন করবো।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় ওলামায়ে কেরাম এবং নাচোল মেহমানখানার সদস্যবৃন্দ।
Leave a Reply