প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামচন্দ্রপুর হাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আবু তালেব।অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোঃ কাউসার আলী, আলহাজ্ব মোঃ রবিউল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম সহ সুশীল সমাজের প্রতিনিধি, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সকল সদস্য ও মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
মা সমাবেশে সভাপতিত্ব করেন আলহাজ্ব মহফিল উদ্দিন নুরানি কিন্ডারগার্টেন ও মহিলা হাফিজিয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম (বুলু) এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা মোঃ আবুল খায়ের বাকি বিল্লাহ। আয়োজিত মা সমাবেশে মায়েদের স্বতঃর্স্ফূত উপস্থিতিতে এক উৎসব মূখর পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত মায়েদের বক্তব্যে পূর্বের চেয়ে লেখাপড়া অনেক গুণ বৃদ্ধি পাওয়ায় মাদ্রাসা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মা সমাবেশে উদ্বোধক ফয়সাল আজম অপু বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। মাদ্রাসার অবকাঠামো নির্মাণসহ অন্যন্য চাহিদা পূরণের জন্য শিক্ষাবন্ধব সরকার বিভিন্ন বরাদ্দ দিয়ে যাচ্ছেন। শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে মাদ্রাসার পাশাপাশি মায়েদের ভূমিকাও গুরুত্বপূর্ণ।
মা সমাবেশের সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম (বুলু) উদ্বোধক বলেন, আমরা শিক্ষাবন্ধন সরকারের নির্দেশনা অনুযায়ী শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে নিয়মিত ভাবে মাদ্রাসা পরিদর্শন এবং শিক্ষকদের উপস্থিত নিশ্চিত করতে বদ্ধপরিকর।
এ ধরণের মা সমাবেশ প্রতিটি বিদ্যালয়ে আয়োজন করার প্রয়োজন। এতে সন্তানদের শিক্ষিত করতে মায়েদের ভূমিকা সম্পর্কে আরো সচেতন হবেন তারা। ফলে আমরা শিক্ষিত জাতি হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করতে সক্ষম হবো।
Leave a Reply