এ সময় ডা.শফিকুর রহমান বলেন, এমন বাংলাদেশ চাই যেখানে কোন নারীদের দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস পাবে না। কোন চাঁদাবাজি হবে না, দখল হবে না, জুলুম হবে না। এদেশে এর আগে যারা এসেছেন তারা সুন্দর সুন্দর ওয়াদা দিয়েছেন। তারা বলেছিলেন জাতির ভাগ্য বদলে দিবো। ভাগ্য বদল হয়েছে তাদের জাতির সেবক হওয়ার কথা ছিল, তারা মালিক হয়েছেন। মালিক হওয়ার কারনে জাতির অর্থ চুরি করে তাদের পকেটে ঢুকিয়েছেন। সেই অর্থ দেশে না রেখে বিদেশে পাচার করেছেন। এটা আমরা আর চাই না। এঘটনা বারবার পুনরাবৃত্তি হোক আমরা সেটা চাই না।
জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারি ও নড়াইল সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো.ওবায়দুল্লাহ কায়সার। এ সময় আরো উপস্থিত ছিলেন, নড়াইল সদর উপজেলার আমির আব্দুল আল আমিনসহ নেতৃবৃন্দ। এছাড়া বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন। পরে দুপুর ১২ টার দিকে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা চৌরাস্তায় জামায়াতে ইসলামীর আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় তিনি বলেন, আমরা বেকার যুবকদের বাংলাদেশ চাই না। আমরা কর্মঠ ও স্বাবলম্বী যুবকদের জন্য একটি উন্নত ও বাংলাদেশ গড়তে চাই। আমাদের লক্ষ্য একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া।
এসময় পথসভায় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কাজী হাদিউজ্জামান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সেকেন্দার খান, পৌর জামায়াতের আমীর হাফেজ ইমরান হুসাইনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply