তিনি নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপি’র ধর্ম বিষয়ক সম্পাদক। কেন্দ্রীয় বিএনপি’র খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত তার পাশে দীর্ঘ সময় অবস্থান করেন এবং চিকিৎসার খোঁজখবর নেন। তিনি তার আশু সুস্থতা কামনা করেন।
এর আগে হাসপাতালে চিকিৎসাধীন আবাদ কচুয়া গ্রামের বিএনপি নেতা জাকির হোসেন মাস্টারের স্ত্রী লতিফা বেগমকে দেখতে যান। তিনি তার সুস্থতা কামনা করেন। পরে প্রেসক্লাব যশোরের সাবেক সকল সভাপতি, সাংবাদিক নেতা মোঃ নুর ইসলামের পিতা মোঃ ইসমাইল হোসেন ও প্রেসক্লাবের সম্পাদক জাহিদুল কবির মিলটনকে দেখতে যান। শারীরিকভাবে অসুস্থ হয়ে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা বিএনপি’ নেতা মোঃ আব্দুর রাজ্জাক, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ( ড্যাব) নেতা, হাসপাতালে চিকিৎসক ওবায়দুল কাদির উজ্জল,মোঃ আবু হায়দার মোহাম্মদ মনিরুজ্জামান,অহিদুজ্জামান আজাদ,মোঃ শরিফুল আলম,মোঃ তাহমিদ উর রহমান ও মোঃ রবিউল ইসলাম।
Leave a Reply