সমন্বয়ক শফিকুল ইসলাম শফিক, গিয়াসউদ্দিন লিটন তাদের আন্দোলনের ডাকে সাড়া দিয়ে সাংবাদিক সমাজ যখন রাজপথে নেমে এসেছে তখন চট্টগ্রাম প্রেসক্লাব থেকে পালিয়ে যায় পেশিবাদি নরপিশাচ আওয়ামী হাসিনা সরকারের দুর্নীতি পরায়ন পেশিবাদি ভুয়া সাংবাদিকরা। এরপর চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম কে আহবায়ক ,
জাহেদুল করিম কচি কে সদস্য সচিব সহ আরও দুই যুগ্ম আহবায়ক মোট চারজন কে নিয়ে চট্টগ্রাম প্রেসক্লাব অন্তর্ভতি কমিটি গঠিত হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিক নেতা শিল্পী ভাই, বৈষম্য বিরুদ্ধি সাংবাদিক আন্দোলন ঐক্যের মুখপাত্র আরিয়ান লেনিন, সমন্বয়ক শফিকুল ইসলাম শফিক, গিয়াসউদ্দিন লিটন, সাংবাদিক আজাদ রহমান,
সাংবাদিক নেতা মিজানুর রহমান, ঐসময় বৈষম্য বিরুদ্ধি সাংবাদিক আন্দোলন ঐক্যের আন্দোলনকারিদের পক্ষ থেকে নবাগত অন্তর্ভতি কমিটির সদস্য সচিব জাহেদুল করিম কচি কে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েেছেন। এই সময় মুখপাত্র আরিয়ান বলেন এই প্রেসক্লাবকে বৈষম্য মুক্ত করতে ৭টা দাবি নিয়ে রাজ পথে নেমেছিলাম চট্টগ্রাম জেলার কর্মরত সম্পাদক,
সাংবাদিকদের নিয়ে বর্তমান সময়ে বৈষম্য মুক্ত করে অন্তর্ভতি কমিটি প্রতিষ্ঠা করেছি আরও কিছু দাবি আছে যা অন্তর্ভতি কমিটির সদস্য সচিব জাহেদুল করিম কচি সহ অন্তর্ভতি কমিটি ও আন্দোলনকারি ভাইদের সাথে নিয়ে বাস্তবায়ন করতে হবে। অন্যদিকে সমন্বয়ক শফিকুল ইসলাম শফিক বলেন
এখনো আমাদের যুদ্ধ শেষ হয়নি যুদ্ধ কালিন সময়ে আমাদের ক্লান্ত হলে চলবেনা পেশিবাদি নরপিশাচ আওয়ামী হাসিনা সরকারের দূষরদের প্রেসক্লাব থেকে বিতাড়িত করে প্রেসক্লাব কে পেশিবাদ মুক্ত করেছি কিন্তু এখন অনেক দাবি রয়েগেছে যা বাস্তবায়ন করে বাড়ি ফিরবো আন্দোলনকারিদের প্রতি আমাদের অনুরোধ আপনারা ক্লান্ত হবেননা আমাদের সফলতা একদিন আসবে ছাত্র জনতার যেমন এসেছে।
Leave a Reply