স্থানীয়রা জানান, আলুকদিয়া বাজারের মেসার্স বিশ্বাস ট্রেডার্স নিজ এলাকার কৃষকদের সার না দিয়ে চালান ছাড়াই ১০ বস্তা টিএসপি অন্যত্র বিক্রি করেন। বুধবার রাতে ভ্যানে সার নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ভ্যানটি আটক করে। পরে উপজেলা কৃষি অফিসে খবর দেওয়া হয়।
নাম প্রকাশ না করে স্থানীয় কয়েকজন কৃষক জানান, দীর্ঘদিন ধরে অধিক মুনাফার আশায় বাজারে সারের কৃত্রিম সংকট তৈরি করছেন এই ডিলার। সার সংকটের কারণে চাষাবাদ ব্যাহত হওয়ারও আশঙ্কা দেখা দিয়েছে।
চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ বলেন, অবৈধভাবে ১০ বস্তা সার বিক্রির জন্য নেওয়ার সময় আটক করা হয়েছে। তিনি বৈধ কোনো রশিদ দেখাতে পারেননি। বৃহস্পতিবার ডিলার মালিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৩ নভেম্বর সতর্ক করা সত্ত্বেও আলুকদিয়া বাজারের বিসিআইসির সার ডিলার মেসার্স বিশ্বাস ট্রেজার্সে সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক দামে সার বিক্রি করা, মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রি,
যথাযথভাবে ভাউচার প্রদান না করা ও ২০২১ সালের মেয়াদ উত্তীর্ণ কীটনাশক মেয়াদ টেম্পারিং করে ২০২৫ সাল পর্যন্ত মেয়াদ বাড়িয়ে বিক্রি করার প্রমাণ পাওয়া যায়।
আইন অমান্য করে পুনরায় একই অপরাধ করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক ইকতিয়ার উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সেসময় ২ লাখ টাকা জরিমানা করা হয়।
Leave a Reply