স্বজনরা জানান, আজ ভোরে প্রাইভেটকার যোগে কুমিল্লার ৩ জন ব্যবসায়ী যশোর থেকে রংপুরে যাওয়ার পথে বারীনগর বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাকের সাথে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই নিহত হয়।
এলাকাবাসী আহতের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। আহত জাবেদ আলী বলেন,তারা ৩ জনই কাঁচা তরকারীর ব্যবসায়ী। বিশেষ করে তারা যশোর বারীনগর বাজার থেকে থেকে বিভিন্ন জাতের সবজি ক্রয় করে কুমিল্লায় নিযে যেতেন।
এই কারনে গত প্রায় ১ সপ্তাহ আগে তারা কুমিল্লা থেকে যশোর আসেন। ছিলেন যশোরের একটি হোটেলে। আজ ভোরে প্রাইভেট কার যোগে তারা রংপুরে যাচ্ছিলেন আলু ক্রয়ের কাজে। পথিমধ্যে বারীনগর বাজারে এই দূর্ঘটনা ঘটে।
বারোবাজার হাইওয়ে পুলিশের এস আই ফজলু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এ বিষয়ে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির এ এস আই নিয়ামুল জানান, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হন। লাশ বর্তমানে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Leave a Reply