নোয়াখালীর চাটখিলে আজ শনিবার (৬-ই ডিসেম্বর) উপজেলার পাল্লা বাজারে মাদ্রাসা বাহারুল উলুম নোয়াখালীর অভিভাবক সম্মেলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি মোহাম্মদ শরীফ এর সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ পাল্লা বাজার এনআরবি টাওয়ারের স্বত্বাধিকারী আবদুর রহিম,
অনুষ্ঠানে এই বছরের ৪-জন হাফেজা এবং তাদের অভিভাবককে পুরস্কার দেওয়া হয়। এছাড়াও অন্যান্য শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের পর সকল শ্রেণীর শিক্ষার্থীদের কল্যাণে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি হাবিবুর রহমান মাদ্রাসা বাহারুল উলুম নোয়াখালীর পরিচালক মাওলানা মুফতি মোহাম্মদ শরীফ বলেন-পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন।
মুসলিম পরিবারের সন্তানদেরকে বাংলা ইংরেজি আরবি ,ধর্মীয় শিক্ষার খুবই প্রয়োজন তাই ২০২৫সাল থেকে আমাদের সকল বিভাগে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী শিক্ষার্থীদের গুরুত্ব ও মনোযোগ সহকারে পাঠদান দিবেন ইনশাআল্লাহ।
শিক্ষার মান উন্নয়নে শিক্ষকরা খুবই যত্নবান। আজকের প্রোগ্রাম সফলতার জন্য মাদ্রাসা বাহারুল উলুম নোয়াখালীর শিক্ষার্থীদের অভিভাবকদের কে আন্তরিক অভিনন্দন জানাই।
Leave a Reply