রোববার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচি শুরু হবে।এর আগে, শনিবার (৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
বিএনপির এই তিন সংগঠনের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রোববার সকাল ১০টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে বারিধারায় ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা করবেন নেতাকর্মীরা।
পদযাত্রা শেষে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ভারতীয় হাইকমিশনে একটি স্মারকলিপি প্রদান করা হবে। তিন সংগঠন যৌথভাবে এই কর্মসূচি পালন করবে।
অনুষ্ঠেয় এই কর্মসূচিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি
Leave a Reply