সেলিমা রহমান বলেন, আমরা আজ স্বাধীন, তাই সবাই ভালো আছি। তবে, স্বৈরাচারের দোসররা দেশ থেকে পালিয়ে যায়নি। তারা দেশে অবস্থান করে বিভিন্নভাবে রাষ্ট্রকে অস্থিতিশীল করে তুলছে।
তিনি বলেন, স্বৈরাচার হাসিনার আমলে দেশে ভয়ানক দুঃশাসন ছিল। সেই দুঃশাসন থেকে মুক্ত হয়ে আজ আমরা মুক্ত বাতাসে একত্রিত হয়েছি। দীর্ঘ ১৭ বছরের আন্দোলনে স্বৈরশাসক শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে।
বিএনপির এই নেত্রী বলেন, অনুপ্রবেশকারী যেন বিএনপির মধ্যে ঢুকতে না পারে, সেবিষয়ে সবাই সাবধান থাকতে হবে। দীর্ঘ ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা নির্যাতিত-নিপীড়িত ও জেল খেটেছে। তারা কখনও চাঁদাবাজি করতে পারে না। যারা করছে তাদের ধরিয়ে দিন।
নেতাকর্মীদের উদ্দেশে সেলিমা রহমান বলেন, ঘরে ঘরে ও চায়ের দোকানে বিএনপির ৩১ দফা নিয়ে মানুষের সঙ্গে কথা বলতে হবে। খুব সহজ ভাষায় বিষয়টি তুলে ধরতে হবে।
তিনি বলেন, দুই গ্রুপে বিভক্ত হয়ে মহড়া দিয়ে শক্তির প্রদর্শন করলে চলবে না। আপনাদের জনগণের লোক হতে হবে। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তা না হলে ষড়যন্ত্রকারীরা আমাদের মাঝে ঢুকে পড়বে।
সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি
Leave a Reply